যমুনা ফিউচার পার্ক থেকে চুরি করা মোবাইল বিক্রি হতো বসুন্ধরা মার্কেটে
যমুনা ফিউচার পার্কের একটি মোবাইল শো রুমে নকল চাবি বানিয়ে দোকান খুলে গত ৫ জুলাই আইফোন, স্যামসাং ও সনি ব্র্যান্ডের ৫৫টি মোবাইল ফোন চুরি হয়। এই চোর চক্রের তিনজন সদস্য চুরি করা মোবাইলগুলো নিয়ে বসুন্ধরা মার্কেটের বিভিন্ন দোকানে ও দোকানের সামনে দাঁড়িয়ে বিক্রি করে।