আল-আমিন রাজু, ঢাকা
বিল্লাল হোসেন (২২)। ময়মনসিংহ জেলার পাগলা উপজেলার এ বাসিন্দা স্পাইডারম্যান বিল্লাল নামেও পরিচিত। কোনো ধরনের সরঞ্জাম ছাড়াই ভবনের দেয়াল ও পাইপ দিয়েই পাঁচতলা পর্যন্ত উঠে যেতে পারেন তিনি। রাতে রাজধানীর বিভিন্ন অফিসে ল্যাপটপ চুরি করাই তাঁর প্রধান লক্ষ্য। চুরির টাকায় করেছেন প্রত্যন্ত অঞ্চলে বিলাসবহুল বাড়ি। গত ১০ বছর ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি শেষে আত্মগোপনে থাকতেন এসব বাড়িতে।
একইভাবে হাসান ওরফে জিসান পাইপ বেয়ে চার থেকে দশ তলা পর্যন্ত উঠে যেতে পারেন। তাঁর সহযোগী রনিকে নিয়ে মোটরসাইকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়ির গ্রিল কেটে চুরি করতেন। তবে জিসান প্রায়ই সহযোগী বদলে ফেলতেন। পুলিশের তথ্যে এ রকম কয়েকটি চোর চক্রের বিষয়ে জানা গেছে।
সম্প্রতি রাজধানীতে চুরির ঘটনা বেড়েছে। বাদ যাচ্ছে না সাবেক বা বর্তমান পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধিদের বাসা-বাড়িও। নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগিয়েও চোরের হাত থেকে রেহাই পাচ্ছেন না রাজধানীবাসী।
ডিএমপির মিডিয়া সেন্টার থেকে প্রাপ্ত তথ্য মতে, রাজধানীতে গত আট মাসে মোট ১ হাজার ১৫০টি চুরির মামলা হয়েছে। গত জুলাইয়ে চুরি হয়েছে ১৯১টি এবং আগস্টে ১৫১টি। তবে পুলিশ বলছে, বাস্তবে এর চেয়ে কয়েকগুণ বেশি চুরি হয়েছে। ভুক্তভোগীরা থানায় অভিযোগ না দেওয়ায় সঠিক তথ্য জানা যায় না।
এবার চোর ধরতে আটঘাট বেঁধে মাঠে নামছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব বিভাগ। রাজধানীতে চোরের দৌরাত্ম্য বন্ধে তালিকা তৈরি করতে ডিএমপির ৮ বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার।
চুরির মামলায় গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহেলা থাকে উল্লেখ করে হাফিজ আক্তার বলেন, ‘ডিএমপির সিনিয়র কর্মকর্তারা বিভিন্ন মামলার সুপারভাইজর থাকেন। কিন্তু চুরির মামলাগুলো তারা সঠিকভাবে তদারকি করেন না। আর এই সুযোগে বেশ কয়েকটি বড় ঘটনা ঘটে গেছে।’
হাফিজ আক্তার বলেন, ‘ঘটনাগুলো বিশ্লেষণ কার হচ্ছে। একটি ডেটাবেস তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এই ডেটাবেসে প্রায় চার হাজার চোরের তথ্য সংগ্রহ করা হয়েছে।’
ডিএমপির গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের চুরির ঘটনা ঘটছে। চক্রের সদস্যরা সহজে চোরাই মাল বিক্রি করতে পারছে বলে চুরি বাড়ছে। যেসব মার্কেটের ব্যবসায়ীরা চোরাই মাল কেনে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
বিল্লাল হোসেন (২২)। ময়মনসিংহ জেলার পাগলা উপজেলার এ বাসিন্দা স্পাইডারম্যান বিল্লাল নামেও পরিচিত। কোনো ধরনের সরঞ্জাম ছাড়াই ভবনের দেয়াল ও পাইপ দিয়েই পাঁচতলা পর্যন্ত উঠে যেতে পারেন তিনি। রাতে রাজধানীর বিভিন্ন অফিসে ল্যাপটপ চুরি করাই তাঁর প্রধান লক্ষ্য। চুরির টাকায় করেছেন প্রত্যন্ত অঞ্চলে বিলাসবহুল বাড়ি। গত ১০ বছর ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি শেষে আত্মগোপনে থাকতেন এসব বাড়িতে।
একইভাবে হাসান ওরফে জিসান পাইপ বেয়ে চার থেকে দশ তলা পর্যন্ত উঠে যেতে পারেন। তাঁর সহযোগী রনিকে নিয়ে মোটরসাইকেলে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়ির গ্রিল কেটে চুরি করতেন। তবে জিসান প্রায়ই সহযোগী বদলে ফেলতেন। পুলিশের তথ্যে এ রকম কয়েকটি চোর চক্রের বিষয়ে জানা গেছে।
সম্প্রতি রাজধানীতে চুরির ঘটনা বেড়েছে। বাদ যাচ্ছে না সাবেক বা বর্তমান পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধিদের বাসা-বাড়িও। নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা লাগিয়েও চোরের হাত থেকে রেহাই পাচ্ছেন না রাজধানীবাসী।
ডিএমপির মিডিয়া সেন্টার থেকে প্রাপ্ত তথ্য মতে, রাজধানীতে গত আট মাসে মোট ১ হাজার ১৫০টি চুরির মামলা হয়েছে। গত জুলাইয়ে চুরি হয়েছে ১৯১টি এবং আগস্টে ১৫১টি। তবে পুলিশ বলছে, বাস্তবে এর চেয়ে কয়েকগুণ বেশি চুরি হয়েছে। ভুক্তভোগীরা থানায় অভিযোগ না দেওয়ায় সঠিক তথ্য জানা যায় না।
এবার চোর ধরতে আটঘাট বেঁধে মাঠে নামছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সব বিভাগ। রাজধানীতে চোরের দৌরাত্ম্য বন্ধে তালিকা তৈরি করতে ডিএমপির ৮ বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার।
চুরির মামলায় গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহেলা থাকে উল্লেখ করে হাফিজ আক্তার বলেন, ‘ডিএমপির সিনিয়র কর্মকর্তারা বিভিন্ন মামলার সুপারভাইজর থাকেন। কিন্তু চুরির মামলাগুলো তারা সঠিকভাবে তদারকি করেন না। আর এই সুযোগে বেশ কয়েকটি বড় ঘটনা ঘটে গেছে।’
হাফিজ আক্তার বলেন, ‘ঘটনাগুলো বিশ্লেষণ কার হচ্ছে। একটি ডেটাবেস তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এই ডেটাবেসে প্রায় চার হাজার চোরের তথ্য সংগ্রহ করা হয়েছে।’
ডিএমপির গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের চুরির ঘটনা ঘটছে। চক্রের সদস্যরা সহজে চোরাই মাল বিক্রি করতে পারছে বলে চুরি বাড়ছে। যেসব মার্কেটের ব্যবসায়ীরা চোরাই মাল কেনে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৬ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৭ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৮ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫