Ajker Patrika

ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২২, ১৪: ১৪
Thumbnail image

পাবনার ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনিতে রাব্বি হোসেন চঞ্চল নামের এক যুবক নিহত হয়েছেন। গত শনিবার দিবাগত রাতে উপজেলার সাঁড়া ইউনিয়নের ইলশামারি গ্রামে এ ঘটনা ঘটে।

গতকাল রোববার দুপুরে আহত অবস্থায় চঞ্চলকে ঈশ্বরদী শহরের রেলগেট এলাকায় ফেলে রাখা হয়। খবর পেয়ে তাঁর বাবা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চঞ্চলকে মৃত ঘোষণা করেন।

চঞ্চল সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া রেললাইন পাড়া গ্রামের জাহিদুল ইসলাম ওরফে ঘোরতের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে সাঁড়া ইউনিয়নের ইলশামারি একটি দোকানের কাছে কয়েক যুবককে সন্দেহজনক ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসী চোর ভেবে চিৎকার দেন। এ সময় বাকিরা পালিয়ে গেলেও চঞ্চল স্থানীয়দের হাতে ধরা পড়েন। তাঁকে গণপিটুনি দিয়ে সারারাত বেঁধে রাখেন স্থানীয়রা। গতকাল রোববার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদারের পরামর্শে চঞ্চলকে চিকিৎসা দিতে নিয়ে যান কয়েকজন এলাকাবাসী। সেখানে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে বাড়িতে নিয়ে আসার সময় অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে পুনরায় হাসপাতালে নেওয়ার সময় দুপুরে রেলগেট এলাকায় ফেলে পালিয়ে যান তাঁরা। খবর পেয়ে চঞ্চলের বাবা এসে তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চঞ্চলকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘চঞ্চলের শরীরে ধাতব পদার্থের দিয়ে আঘাত করার চিহ্ন আছে। চঞ্চলের বিরুদ্ধে চুরি ও মাদকের একাধিক মামলা আছে। তাঁর বাবা এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।’

সাঁড়ার ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক রানা সরদার বলেন, ‘ইলশামারি গ্রামে কয়েকজন লোক চোর সন্দেহে আহত অবস্থায় চঞ্চলকে ইউনিয়ন পরিষদের সামনে এনে আমাকে খবর দেন। আমি পরিস্থিতি দেখে পুলিশকে জানাতে ও হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেই। দুপুরে তাঁর মৃত্যুর খবর পাই।’

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া সাংবাদিকদের জানান, ‘গতকাল সকালে চঞ্চল নামের আহত এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে আবার দুপুরে তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আনা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত