নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ঈদের নামাজ আদায়কালে মুসল্লিদের পকেট থেকে মোবাইল চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১৩টি মোবাইল উদ্ধার করা হয়। গতকাল রোববার রাতে ও আজ সোমবার কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মারুফ হাসান (৩৬), মো. ইসমাইল ওরফে নিলয় (২৭) ও মো. মনছুর আলম (৪৪)।
চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর বলেন, ঈদের দিন জমিয়াতুল ফালাহ মসজিদে আগত মুসল্লিদের পকেট থেকে মোবাইল চুরি করে একটি চক্র। এ নিয়ে বেশ কয়েকজন থানায় অভিযোগ দিলে পরে অভিযুক্তদের শনাক্ত করে অভিযানে নামে পুলিশ। পরে রোববার রাতে চোরাই মোবাইল ফোন কেনা–বেচার সঙ্গে যুক্ত মারুফ হাসান নামে একজনকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ৪টি চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আজ মো. ইসমাইল ও মনছুর আলমকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে আরও ৯টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল কেনা–বেচার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।
ঈদের নামাজ আদায়কালে মুসল্লিদের পকেট থেকে মোবাইল চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১৩টি মোবাইল উদ্ধার করা হয়। গতকাল রোববার রাতে ও আজ সোমবার কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মারুফ হাসান (৩৬), মো. ইসমাইল ওরফে নিলয় (২৭) ও মো. মনছুর আলম (৪৪)।
চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর বলেন, ঈদের দিন জমিয়াতুল ফালাহ মসজিদে আগত মুসল্লিদের পকেট থেকে মোবাইল চুরি করে একটি চক্র। এ নিয়ে বেশ কয়েকজন থানায় অভিযোগ দিলে পরে অভিযুক্তদের শনাক্ত করে অভিযানে নামে পুলিশ। পরে রোববার রাতে চোরাই মোবাইল ফোন কেনা–বেচার সঙ্গে যুক্ত মারুফ হাসান নামে একজনকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ৪টি চোরাই মোবাইল সেট উদ্ধার করা হয়। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আজ মো. ইসমাইল ও মনছুর আলমকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে আরও ৯টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল কেনা–বেচার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।
রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে (২৪) হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। তাঁরা কেউই মামলার এজাহারনামীয় আসামি নন।
১৩ মিনিট আগেরাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলামকে (২২) হত্যার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
৪২ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে হারুন মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ) পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগে‘এগ্রি ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মূল গেট বন্ধ করে দিয়েছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েকশ শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নিয়েছেন। এতে ডিএই–এর অনেক কর্মকর্তা অফিসে ঢুকতে পারেননি।
১ ঘণ্টা আগে