নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে একটি বাইসাইকেল থেকে খোঁজ মিলেছে সাতটি চোরাই মোটরসাইকেলের। চোরাই চক্রের সদস্যের একজন একটি বাইসাইকেল বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন। পরে তাঁর দেওয়া তথ্যমতে পুলিশ চট্টগ্রামে পটিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করে এবং চোরাই মোটরসাইকেলগুলো জব্দ করে।
গতকাল শনিবার চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রামের পটিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই বাইকগুলো জব্দ করা হয়। এই ঘটনায় রোববার বন্দর থানায় একটি মামলা হয়। এ মামলায় আবিদ হোসেন শ্রাবণ (১৭) নামে এক কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি দুজন হলেন—মো. আমান (২৫) ও মো. সাজ্জাদ হোসেন (৩১)।
এ বিষয়ে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) কিশোর মজুমদার আজকের পত্রিকাকে বলেন, “ ‘উই আর চিটাগাং’ নামে একটি ফেসবুক গ্রুপে কয়েকটা মোটরসাইকেল হারিয়ে যাওয়ার পোস্ট দেওয়া হয়। এ সময় সেখানে কয়েকটি ভিডিও দেওয়া হয়েছিল। গ্রুপটির বিভিন্ন পোস্ট দেখে শ্রাবণের ওপর সন্দেহ হয়। সে মোটরসাইকেল চোর চক্রের একজন সদস্য। শনিবার বন্দর থানাধীন পশ্চিম নিমতলা খালপাড়ে একটি চোরাই মোটরসাইকেল বিক্রি করতে আসলে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে চক্রটির বিষয়ে তথ্য পাওয়া যায়।’
এসআই আরও বলেন, ‘শ্রাবনের দেওয়া তথ্যমতে পটিয়া শান্তিরহাট থেকে আমানকে নম্বরপ্লেটবিহীন একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদে চক্রের আরেক সদস্য সাজ্জাদ হোসেনকেও গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন জায়গা থেকে আরও ৬টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযুক্তরা চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত।’
চট্টগ্রামে একটি বাইসাইকেল থেকে খোঁজ মিলেছে সাতটি চোরাই মোটরসাইকেলের। চোরাই চক্রের সদস্যের একজন একটি বাইসাইকেল বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন। পরে তাঁর দেওয়া তথ্যমতে পুলিশ চট্টগ্রামে পটিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করে এবং চোরাই মোটরসাইকেলগুলো জব্দ করে।
গতকাল শনিবার চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রামের পটিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই বাইকগুলো জব্দ করা হয়। এই ঘটনায় রোববার বন্দর থানায় একটি মামলা হয়। এ মামলায় আবিদ হোসেন শ্রাবণ (১৭) নামে এক কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি দুজন হলেন—মো. আমান (২৫) ও মো. সাজ্জাদ হোসেন (৩১)।
এ বিষয়ে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) কিশোর মজুমদার আজকের পত্রিকাকে বলেন, “ ‘উই আর চিটাগাং’ নামে একটি ফেসবুক গ্রুপে কয়েকটা মোটরসাইকেল হারিয়ে যাওয়ার পোস্ট দেওয়া হয়। এ সময় সেখানে কয়েকটি ভিডিও দেওয়া হয়েছিল। গ্রুপটির বিভিন্ন পোস্ট দেখে শ্রাবণের ওপর সন্দেহ হয়। সে মোটরসাইকেল চোর চক্রের একজন সদস্য। শনিবার বন্দর থানাধীন পশ্চিম নিমতলা খালপাড়ে একটি চোরাই মোটরসাইকেল বিক্রি করতে আসলে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে চক্রটির বিষয়ে তথ্য পাওয়া যায়।’
এসআই আরও বলেন, ‘শ্রাবনের দেওয়া তথ্যমতে পটিয়া শান্তিরহাট থেকে আমানকে নম্বরপ্লেটবিহীন একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদে চক্রের আরেক সদস্য সাজ্জাদ হোসেনকেও গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন জায়গা থেকে আরও ৬টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযুক্তরা চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত।’
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন অভিযান চালিয়ে হাবিব টিটু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়।
৯ মিনিট আগেকিশোরগঞ্জে যুবলীগ নেতা মো. রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লতিবাবাদ ইউনিয়নের মুকসেদপুর বড়পুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগেসিলেটের বিশ্বনাথে সড়কের পাশ থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় শনাক্ত হয়নি। বয়স আনুমানিক ৩২ বলে পুলিশ জানিয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর-ধনপুর পীরের বাজার এলাকায় সড়কের পাশে ওই ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
২ ঘণ্টা আগেরাজধানীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তার জন্য অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ৪২৬ জন ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’ নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রশিক্ষণ ছাড়াই তড়িঘড়ি করে নিয়োগ দেওয়ায় তাঁদের অনেকে নিজেদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানেন না।
৯ ঘণ্টা আগে