Ajker Patrika

চুরি যাওয়া বাইসাইকেল উদ্ধারে গিয়ে মিলল ৭ চোরাই মোটরসাইকেল 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চুরি যাওয়া বাইসাইকেল উদ্ধারে গিয়ে মিলল ৭ চোরাই মোটরসাইকেল 

চট্টগ্রামে একটি বাইসাইকেল থেকে খোঁজ মিলেছে সাতটি চোরাই মোটরসাইকেলের। চোরাই চক্রের সদস্যের একজন একটি বাইসাইকেল বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন। পরে তাঁর দেওয়া তথ্যমতে পুলিশ চট্টগ্রামে পটিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করে এবং চোরাই মোটরসাইকেলগুলো জব্দ করে। 

গতকাল শনিবার চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রামের পটিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই বাইকগুলো জব্দ করা হয়। এই ঘটনায় রোববার বন্দর থানায় একটি মামলা হয়। এ মামলায় আবিদ হোসেন শ্রাবণ (১৭) নামে এক কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি দুজন হলেন—মো. আমান (২৫) ও মো. সাজ্জাদ হোসেন (৩১)। 

এ বিষয়ে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) কিশোর মজুমদার আজকের পত্রিকাকে বলেন, “ ‘উই আর চিটাগাং’ নামে একটি ফেসবুক গ্রুপে কয়েকটা মোটরসাইকেল হারিয়ে যাওয়ার পোস্ট দেওয়া হয়। এ সময় সেখানে কয়েকটি ভিডিও দেওয়া হয়েছিল। গ্রুপটির বিভিন্ন পোস্ট দেখে শ্রাবণের ওপর সন্দেহ হয়। সে মোটরসাইকেল চোর চক্রের একজন সদস্য। শনিবার বন্দর থানাধীন পশ্চিম নিমতলা খালপাড়ে একটি চোরাই মোটরসাইকেল বিক্রি করতে আসলে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করলে চক্রটির বিষয়ে তথ্য পাওয়া যায়।’ 

এসআই আরও বলেন, ‘শ্রাবনের দেওয়া তথ্যমতে পটিয়া শান্তিরহাট থেকে আমানকে নম্বরপ্লেটবিহীন একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদে চক্রের আরেক সদস্য সাজ্জাদ হোসেনকেও গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন জায়গা থেকে আরও ৬টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযুক্তরা চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত