নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরের পাহাড়তলীর সেল ডিপো এলাকা থেকে চোর সন্দেহে এক ব্যক্তিকে ধরে এনে তিন ঘণ্টা পিটিয়ে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ উঠেছে। রেলওয়ের নিরাপত্তাবাহিনীর (আরএনবি) স্টোর শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাইল মৃধা এমন কাজ করেছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী আকরাম আলী ১৪ দিন বিনা কারণে জেলও খেটেছেন। সম্প্রতি জেল থেকে মুক্ত হয়ে আজ বৃহস্পতিবার আজকের পত্রিকা চট্টগ্রাম ব্যুরোতে এসে এ অভিযোগ করেন।
আকরাম আলী আজকের পত্রিকাকে বলেন, ‘২২ মার্চ রাতে পাহাড়তলী সেল ডিপোর পাশে স্ক্যাপ কলোনিতে নিজ বাসায় ছিলাম। রাত ৮টার দিকে হঠাৎ আরএনবির ইসরাইল মৃধা, হাবিলদার আনোয়ার হোসেনসহ চারজন এসে ধরে নিয়ে যায় সেল ডিপোর ভেতরে। সেখানে কোনো কারণ ছাড়াই তিন ঘণ্টা পিটায়। তারপর ইসরাইল মৃধা বলেন, তুই বাঁচতে চাইলে যাদের নাম বলব, তুই তাদের নাম বলবি।’
আকরাম বলেন, ‘কিছুক্ষণ পর রেলওয়ের বেশ কিছু পুরাতন মালামাল আমার সামনে রাখা হয়। তারপর বলতে বলা হয়, আমি এগুলো সেল ডিপো থেকে চুরি করেছি। এর সঙ্গে জড়িত আরএনবির কৃষ্ণ চক্রবর্তী। অথচ তিনি এর সঙ্গে জড়িত ছিলেন না।’
সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্যের বিষয়ে প্রশ্ন করা হলে আকরাম আলী বলেন, ‘এক সময় চুরি করতাম। কিন্তু এখন চুরি করি না। রিকশা চালিয়ে আয় রোজগার করি। সিসিটিভি ফুটেজটি ওই দিনের না, অনেক আগের।’
অভিযোগের বিষয়ে পাহাড়তলী স্টোর শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাইল মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘চোর-তো অনেক কথা বলবে। তাঁর সব অভিযোগ মিথ্যা। জোর করে এনে স্বীকারোক্তি আদায় করিনি।’
আরএনবির কমান্ড্যান্ট (পূর্ব) শফিকুল ইসলাম মৃধা বলেন, ‘জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ আমরাও পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
২০২০ সালের ২৭ জুন সেল ডিপোতে রেলের মালামাল পাচারের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরদিন আটকৃত আসামিদের একজনকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে ইসরাইল মৃধার বিরুদ্ধে। এই ঘটনায় ইসরাইল মৃধাকে সাময়িক বরখাস্তও করা হয়।
নগরের পাহাড়তলীর সেল ডিপো এলাকা থেকে চোর সন্দেহে এক ব্যক্তিকে ধরে এনে তিন ঘণ্টা পিটিয়ে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ উঠেছে। রেলওয়ের নিরাপত্তাবাহিনীর (আরএনবি) স্টোর শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাইল মৃধা এমন কাজ করেছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী আকরাম আলী ১৪ দিন বিনা কারণে জেলও খেটেছেন। সম্প্রতি জেল থেকে মুক্ত হয়ে আজ বৃহস্পতিবার আজকের পত্রিকা চট্টগ্রাম ব্যুরোতে এসে এ অভিযোগ করেন।
আকরাম আলী আজকের পত্রিকাকে বলেন, ‘২২ মার্চ রাতে পাহাড়তলী সেল ডিপোর পাশে স্ক্যাপ কলোনিতে নিজ বাসায় ছিলাম। রাত ৮টার দিকে হঠাৎ আরএনবির ইসরাইল মৃধা, হাবিলদার আনোয়ার হোসেনসহ চারজন এসে ধরে নিয়ে যায় সেল ডিপোর ভেতরে। সেখানে কোনো কারণ ছাড়াই তিন ঘণ্টা পিটায়। তারপর ইসরাইল মৃধা বলেন, তুই বাঁচতে চাইলে যাদের নাম বলব, তুই তাদের নাম বলবি।’
আকরাম বলেন, ‘কিছুক্ষণ পর রেলওয়ের বেশ কিছু পুরাতন মালামাল আমার সামনে রাখা হয়। তারপর বলতে বলা হয়, আমি এগুলো সেল ডিপো থেকে চুরি করেছি। এর সঙ্গে জড়িত আরএনবির কৃষ্ণ চক্রবর্তী। অথচ তিনি এর সঙ্গে জড়িত ছিলেন না।’
সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্যের বিষয়ে প্রশ্ন করা হলে আকরাম আলী বলেন, ‘এক সময় চুরি করতাম। কিন্তু এখন চুরি করি না। রিকশা চালিয়ে আয় রোজগার করি। সিসিটিভি ফুটেজটি ওই দিনের না, অনেক আগের।’
অভিযোগের বিষয়ে পাহাড়তলী স্টোর শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসরাইল মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘চোর-তো অনেক কথা বলবে। তাঁর সব অভিযোগ মিথ্যা। জোর করে এনে স্বীকারোক্তি আদায় করিনি।’
আরএনবির কমান্ড্যান্ট (পূর্ব) শফিকুল ইসলাম মৃধা বলেন, ‘জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ আমরাও পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
২০২০ সালের ২৭ জুন সেল ডিপোতে রেলের মালামাল পাচারের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরদিন আটকৃত আসামিদের একজনকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে ইসরাইল মৃধার বিরুদ্ধে। এই ঘটনায় ইসরাইল মৃধাকে সাময়িক বরখাস্তও করা হয়।
রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
২ দিন আগেরাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
৫ দিন আগেক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
৬ দিন আগেটিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন। তিনি এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন, অপরাধকে লঘু করার কোনো...
১৬ মার্চ ২০২৫