Ajker Patrika

রাজধানীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৭ জুন ২০২২, ১৫: ১৩
রাজধানীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

রাজধানীর ডেমরা থানার বাদশা মিয়া রোড এলাকায় রাকিবুর রহমান রকি (৩৫) নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে মারধর ও মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১৭ জুন) ভোরের দিকে ডেমরার বাদশা মিয়া রোডের ৬ নম্বর গলিতে নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে। পরে সংবাদ পেয়ে রাকিবের স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’ 

নিহত রাকিবের ভাগনে জুবায়ের আলী জানান, ডেমরার বামৈল পাইটি এলাকায় তাঁদের নিজেদের বাড়ি। তাঁর মামা রাকিব কিছুই করতেন না। স্ত্রী মুন্নি আক্তার ও দুই সন্তান নিয়ে থাকতেন তিনি। রাকিবের বাবার নাম খলিলুর রহমান। 

জুবায়ের আরও জানান, ঘটনাস্থলে তাঁর মামা রাকিবের সঙ্গে আরও একজন ছিলেন বলে তিনি জানতে পেরেছেন। তাঁরা দুজন মিলে সেখানে নির্মাণাধীন ভবনে গিয়েছিলেন। সেখানে থাকা শ্রমিকেরা চোর সন্দেহে তাঁদের মারধর করেন। এ সময় রাকিবের সঙ্গে থাকা আরেকজন দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ।

জুবায়ের জানান, তাঁর মামা রাকিব মাঝে মাঝে রাতে কোথায় যেন চলে যেতেন। তারপর সকালে বাসায় আসতেন। গত রাতেও তিনি বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন। ডেমরা থানায় তাঁর নামে মাদক ও চুরির বেশ কয়েকটি মামলা আছে। 

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, ‘সকালে ৯৯৯ নম্বরে খবর আসে যে বাদশা মিয়া রোড এলাকায় চোর সন্দেহে রাকিব নামে এক যুবককে কিছু শ্রমিক মারধর করেছে। পরে স্বজনেরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।’ 

শফিকুর রহমান আরও বলেন, ‘মৃত যুবকের ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত