১৩ ইউপিতে চেয়ারম্যান পদপ্রার্থী ৬৩
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৮ নভেম্বর। এ ধাপে আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউপিতে ভোটগ্রহণ হবে। গত মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। এ দিন ৬৩ চেয়ারম্যান পদপ্রার্থী, ১৪২ জন সংরক্ষিত ও ৪৪৮ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেন।