Ajker Patrika

চুয়াডাঙ্গা সিভিল সার্জনকে প্রত্যাহার দাবি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৭: ৩৬
চুয়াডাঙ্গা সিভিল সার্জনকে প্রত্যাহার দাবি

চুয়াডাঙ্গার সিভিল সার্জনের আর্থিক অনিয়ম ও দুর্নীতি তদন্তসহ পাঁচ দফা দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন হয়েছে।

গতকাল রোববার চুয়াডাঙ্গা প্রেসক্লাবের আয়াজনে এক ঘটাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এ সময় চুয়াডাঙ্গার বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক নানা সংগঠনের নেতারা এই মানববন্ধনে যোগ দেন।

তবে মানববন্ধনের বিষয়ে তেমন কিছু জানেন না বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান। তিনি বলেন, ‘আমি প্রায় আড়াই বছর ধরে চুয়াডাঙ্গায় সিভিল সার্জন হিসেবে কর্মরত আছি।’

তিনি বলেন, ‘সব সময় চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে কাজ করার। জানি না, হঠাৎ করে সাংবাদিকেরা এ ধরনের মানববন্ধন করল। আমি মানববন্ধনের বিষয়টি লোকমুখে শুনেছি। তবে এ বিষয়ে তেমন কিছুই জানি না।’

দাবিগুলো হলো দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে অভিযুক্ত সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসানকে প্রত্যাহার ও তদন্ত করে শাস্তি প্রদান। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল অবিলম্বে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নতিকরণ।

জরুরি ভিত্তিতে মেডিকেল অফিসার (ইএমও) পদ সৃষ্টি ও হাসপাতালের শূন্য পদে অবিলম্বে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া। হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণসহ বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি করা। দালালমুক্ত হাসপাতাল গড়ে তুলতে কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া।

মানববন্ধন বক্তারা বলেন, নিয়ম নীতির তোয়াক্কা না করে বেসরকারি ক্লিনিক ও প্যাথলজি স্থাপনে তিনি অনিয়ম করেন।

বক্তারা বলেন, ঘুষ নেওয়ার মধ্য দিয়ে তিনি এই অনিয়ম করেছেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ ও মালামাল ক্রয়-সরবরাহের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেও বহাল তবিয়তে রয়েছেন।

তাঁর যোগদানের পর জেলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। তাই আমরা অবিলম্বে দুর্নীতিবাজ এই সিভিল সার্জনের প্রত্যাহার দাবি করছি।

মানববন্ধনে বক্তব্য দেন পরিবেশ আন্দোলন নেতা সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন, সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরিব রুহানি মাসুম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত