চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শখের বশে সাপের খেলা দেখাতে গিয়ে বিষধর সাপের কামড়ে মনিরুল বিশ্বাস (৪০) নামের এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শখের বশে আলমডাঙ্গার জোড়গাছা গ্রামে সাপের খেলা দেখানোর সময় একটি বিষধর কুলিম সাপ তাঁর হাতে কামড় দেয়।
নিহত মনিরুল বিশ্বাস চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার অনুপনগর গ্রামের খালপাড়ার ফকির বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন।
সাপুড়েদের চিকিৎসা শেষে রাত আটটার দিকে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল বিশ্বাস শখের বশে অনেক আগে থেকেই মাঝেমধ্যেই সাপুড়েদের সঙ্গে সাপের খেলা দেখাতেন এবং তিনি নিজেও সাপুড়ে। গতকাল বিকেলে আলমডাঙ্গার জোড়গাছা গ্রামে সাপের খেলা দেখাচ্ছিলেন তিনি। এ সময় একটি বিষধর কুলিম সাপ তাঁর বাঁ হাতে কামড় দেয়। এ সময় সাপুড়েদের থেকে কবিরাজি চিকিৎসা গ্রহণ করেন তিনি। তবে সাপুড়েদের কবিরাজি চিকিৎসায় কোনো কাজ না হওয়ায় মনিরুল বিশ্বাসের অবস্থার আরও অবনতি হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করেন। তাঁর শরীরে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টি ভেনম স্নেক ইনজেকশন পুশ করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল জানান, রাত আটটার দিকে পরিবারের সদস্যরা মনিরুল বিশ্বাসকে জরুরি বিভাগে নেন। তিনি বিকেল সাড়ে পাঁচটার দিকে সাপের কামড়ের শিকার হন বলে জানান। তাঁর শরীরে বিষধর সাপের কামড়ের উপসর্গ থাকায় ও তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তাঁর শরীরে অ্যান্টি ভেনম স্নেক ইনজেকশন পুশ করাও হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শখের বশে সাপের খেলা দেখাতে গিয়ে বিষধর সাপের কামড়ে মনিরুল বিশ্বাস (৪০) নামের এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শখের বশে আলমডাঙ্গার জোড়গাছা গ্রামে সাপের খেলা দেখানোর সময় একটি বিষধর কুলিম সাপ তাঁর হাতে কামড় দেয়।
নিহত মনিরুল বিশ্বাস চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার অনুপনগর গ্রামের খালপাড়ার ফকির বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন।
সাপুড়েদের চিকিৎসা শেষে রাত আটটার দিকে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল বিশ্বাস শখের বশে অনেক আগে থেকেই মাঝেমধ্যেই সাপুড়েদের সঙ্গে সাপের খেলা দেখাতেন এবং তিনি নিজেও সাপুড়ে। গতকাল বিকেলে আলমডাঙ্গার জোড়গাছা গ্রামে সাপের খেলা দেখাচ্ছিলেন তিনি। এ সময় একটি বিষধর কুলিম সাপ তাঁর বাঁ হাতে কামড় দেয়। এ সময় সাপুড়েদের থেকে কবিরাজি চিকিৎসা গ্রহণ করেন তিনি। তবে সাপুড়েদের কবিরাজি চিকিৎসায় কোনো কাজ না হওয়ায় মনিরুল বিশ্বাসের অবস্থার আরও অবনতি হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করেন। তাঁর শরীরে সাপের বিষের প্রতিষেধক অ্যান্টি ভেনম স্নেক ইনজেকশন পুশ করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আহসানুল জানান, রাত আটটার দিকে পরিবারের সদস্যরা মনিরুল বিশ্বাসকে জরুরি বিভাগে নেন। তিনি বিকেল সাড়ে পাঁচটার দিকে সাপের কামড়ের শিকার হন বলে জানান। তাঁর শরীরে বিষধর সাপের কামড়ের উপসর্গ থাকায় ও তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তাঁর শরীরে অ্যান্টি ভেনম স্নেক ইনজেকশন পুশ করাও হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁর মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিন জন। গতকাল বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগেরেলপথ অবরোধের পর এবার স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে যমুনা সেতুতে ব্লকেড দিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিট থেকে যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কে এ কর্মসূচি শুরু হয়।
২২ মিনিট আগেসিলেটের বিখ্যাত পর্যটনস্পট ‘সাদা পাথর’ থেকে লুট হওয়া পাথর উদ্ধার করে পুনঃস্থাপন ও লুটপাট ঠেকাতে ৫ দফা সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গতকাল বুধবার সন্ধ্যায় সিলেট জেলা ও বিভাগীয় প্রশাসনের উদ্যোগে সিলেট সার্কিট হাউজে উর্দ্ধতন কর্মকর্তাদের সম্মিলিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
৩০ মিনিট আগেআওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অভিযোগে দলটির ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের।
৩৫ মিনিট আগে