Ajker Patrika

করতোয়ায় বেড়া দিয়ে মাছ চাষ

আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৭: ১৩
করতোয়ায় বেড়া দিয়ে মাছ চাষ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার করতোয়া নদীতে বেড়া দিয়ে মাছ চাষ করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত রবিউল ইসলাম বাঁকা ইউনিয়ন পরিষদের (প্যানেল চেয়ারম্যান) সদস্য।

জানা গেছে, দীর্ঘদিন ধরে করতোয়া নদীটি অবহেলায় ছিল। পরে সরকার এটি পুনঃখনন করে। খননের পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়ার হয় নদীটি। এদিকে খনন কাজ শেষ হতে না হতেই করতোয়া নদীর দিকে নজর পড়ে দখলদারদের। বাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রবিউল ও স্থানীয় প্রভাবশালীরা বেড়া দিয়ে শুরু করেন মাছ চাষ। ইউনিয়নের পাথিলা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীটি এলাকার মানুষ গোসল, মাছ ধরা থেকে শুরু করে নানা কাজে ব্যবহার করে।

স্থানীয়রা বলছেন, বছরের পর বছর এই নদীর সরকারি জায়গার কিছু অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল। আর কিছু অংশ রবিউল ও তাঁর অনুসারীরা ইজারা নেওয়ার দাবি করে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছেন। সরকারিভাবে নতুন করে খনন করা করতোয়া নদীতে আবারও অবৈধভাবে বেড়া দিয়ে মাছ চাষ করছেন। এ মাছ চাষ করার কারণে কাউকে সেখানে নামতে দেওয়া হচ্ছে না।

পাথিলা গ্রামের একাধিক ব্যক্তি জানান, তাঁদের গ্রামের পাশ দিয়ে করতোয়া নদী বয়ে গেছে। গঙ্গাদাশপুর গ্রামের আমিনুর রহমানের বাড়ি থেকে পাথিলা গ্রামের ব্রিজ পর্যন্ত বেড়া দেওয়া হয়েছে। বেড়াটি দিয়েছেন প্যানেল চেয়ারম্যান রবিউল ও তাঁর অনুসারীরা। এক মাস হলো তাঁরা হঠাৎ করে ওই করতোয়া নদীতে বেড়া দেন। আনুমানিক ১২ একর এলাকায় বাঁধ দিয়ে আটকে ফেলে তাঁরা মাছ ছেড়েছেন।

গ্রামবাসীর অভিযোগ, রবিউল কারও কোনো নিষেধ মানতে চান না। বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

এ বিষয়ে রবিউল ইসলাম বলেন, ‘এই নদীটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট থেকে বদ্ধ জলাশয় হিসেবে ১৯৯০ সালে গণ সাহায্য সংস্থা এনজিওর মাধ্যমে বরাদ্দ নেওয়া হয়। এরপর থেকে আমরা যুব সমবায়ের মাধ্যমে মাছ চাষ করছি।’

বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। এ ধরনের কোনো নদী ইজারা দেওয়া হয়েছে কি না সেটাও তিনি জানেন না। তবে রবিউল মেম্বার দীর্ঘদিন ধরে এ নদীতে মাছ চাষ করছেন বলে তিনি জানান।

এ বিষয়ে ইউএনও মো. আরিফুল ইসলাম জানান, করতোয়া নদীতে বেড়া দিয়ে মাছ চাষ করার বিষয়ে গ্রামের মানুষ একটি লিখিত অভিযোগ দিয়েছেন। খোঁজ নিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত