Ajker Patrika

বিদায় অনুষ্ঠানে জীবন থেকে বিদায় তপুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১২: ৪২
বিদায় অনুষ্ঠানে জীবন থেকে বিদায় তপুর

স্কুলের শিক্ষাজীবন শেষ হয়েছে। এবার বিদায় নেওয়ার পালা। তাই বন্ধুদের সঙ্গে স্কুলের বিদায় অনুষ্ঠানে গিয়েছিল তন্ময় হাসান তপু। কে জানত! এই বিদায় অনুষ্ঠানে জীবন থেকে বিদায় নিতে হবে তাকে!

গতকাল রোববার চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশানপাড়ায় আল হেলাল ইসলামী একাডেমি স্কুল প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠান চলাকালেই তপুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত তপু চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনিপাড়ার আব্দুল মজিদের ছেলে। বেঁচে থাকলে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিত সে।

তপুর সহপাঠীরা জানায়, গতকাল সকাল থেকে আল হেলাল ইসলামী একাডেমি স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। সে অনুষ্ঠানে অংশ নেয় ওই স্কুলের ছাত্র তন্ময় হাসান তপু। এ সময় কে বা কারা তপুকে স্কুলের এক কোনায় ডেকে নিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। পরে তার বন্ধুরা টের পেয়ে সেখান থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তপুকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল আর সালান জানান, তপুর শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, তপুর সঙ্গে তারই আরেক সহপাঠীর মেয়েঘটিত বিষয় নিয়ে বিরোধ ছিল। সেই ঘটনার জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের আটক করতে পুলিশি অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত