চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় খুলছে বিসিক শিল্প নগরীর দ্বার। বিসিকের সকল অবকাঠামো উন্নয়নে কাজ চলছে দ্রুত গতিতে। এ প্রকল্পের কাজ এখন প্রায় শেষের দিকে।
আর কিছু দিনের মধ্যেই বিসিক শিল্পনগরীর দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। এটি শুরু হলে কর্মসংস্থানের সুযোগ হবে ১০ হাজার মানুষের।
ব্যবসায় বাণিজ্য ও শিল্পায়নে সম্ভাবনাময় জেলা চুয়াডাঙ্গায় কোনো শিল্পাঞ্চল না থাকায় ব্যবসায়ীরা বিচ্ছিন্নভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে ব্যবসায়ী ও নতুন উদ্যেক্তাদের নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়।
তবে দুর্ভোগ নিরসনে শহর থেকে ৪ কিলোমিটার দূরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ এলাকায় ২৫ একর জমি অধিগ্রহণ করা হয়। আর বিসিক শিল্প নগরায়ণের প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালের আগষ্টে।
চুয়াডাঙ্গা বিসিকের জেলা কার্যালয় থেকে জানা যায়, এ প্রকল্পের কাজ সম্পন্ন হবে চলতি বছরের ডিসেম্বর মাসে। তারপর থেকে ব্যবসায়িরা ও আবেদনকারি উদ্যোক্তারা প্লট নিতে পারবেন। শিল্পায়নের প্রকল্পের কাজের ব্যায় ধরা হয়েছে ৪৩ কোটি টাকা। ইতিমধ্যে প্লট নেওয়া আগ্রহী উদ্যোক্তারা আবেদন করা শুরু করেছেন।
চুয়াডাঙ্গার ব্যবসায়ীরা বলছেন, ‘দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। বিসিক শিল্প নগরিতে আমরা ব্যবসায়ের সুফল পাব। এক্ষেত্রে প্লট ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে। তাহলে নতুন উদ্দ্যোক্তরা খুব স্বাচ্ছন্দ্যে ব্যবসায়ে আগ্রহী হবে। এতে আর্থিকভাবে অসচ্ছলতা কাটিয়ে সচ্ছলতায় প্রাণ চঞ্চলতা ফিরে পাব। এখন শুধু চালুর অপেক্ষায় আছি।’
চুয়াডাঙ্গা শিল্প ও বণিক সমিতির পরিচালক মঞ্জুরুল আলম মালিক লার্জ বলেন, ‘চুয়াডাঙ্গায় বিসিক শিল্প নগরী প্রকল্পের কাজ শেষ হলে ব্যবসয়ীরাই উপকৃত হবে। জেলার শিল্পয়ান অনেক উন্নত হবে। বেকারত্ব কমে কর্মসংস্থান বাড়বে।’
শিল্প ও বণিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন মালিক বলেন, ‘যদি প্লট ক্রয়ের অংক সামর্থ্য ও সুবিধার মধ্যে থাকে তাহলে ব্যবসায়ী ও উদ্যোক্তারা আগ্রহ দেখাবে। তাতে সরকারের যে পরিকল্পনা তা বাস্তবায়ন হবে।’
চুয়াডাঙ্গা বিসিক শিল্প কার্যালয়ের উপ-ব্যবস্থাপক সামসুজ্জামান বলেন, ‘৭৫ বিঘা জমির ওপর বিসিক শিল্পনগরী স্থাপন করা হয়েছে। এখানে কাজ শেষ হলে ছোট বড় ১০০ শিল্প কারখানা গড়ে তোলা হবে। এখানে অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ হবে।’
চুয়াডাঙ্গায় খুলছে বিসিক শিল্প নগরীর দ্বার। বিসিকের সকল অবকাঠামো উন্নয়নে কাজ চলছে দ্রুত গতিতে। এ প্রকল্পের কাজ এখন প্রায় শেষের দিকে।
আর কিছু দিনের মধ্যেই বিসিক শিল্পনগরীর দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। এটি শুরু হলে কর্মসংস্থানের সুযোগ হবে ১০ হাজার মানুষের।
ব্যবসায় বাণিজ্য ও শিল্পায়নে সম্ভাবনাময় জেলা চুয়াডাঙ্গায় কোনো শিল্পাঞ্চল না থাকায় ব্যবসায়ীরা বিচ্ছিন্নভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে ব্যবসায়ী ও নতুন উদ্যেক্তাদের নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়।
তবে দুর্ভোগ নিরসনে শহর থেকে ৪ কিলোমিটার দূরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ এলাকায় ২৫ একর জমি অধিগ্রহণ করা হয়। আর বিসিক শিল্প নগরায়ণের প্রকল্পের কাজ শুরু হয় ২০১৮ সালের আগষ্টে।
চুয়াডাঙ্গা বিসিকের জেলা কার্যালয় থেকে জানা যায়, এ প্রকল্পের কাজ সম্পন্ন হবে চলতি বছরের ডিসেম্বর মাসে। তারপর থেকে ব্যবসায়িরা ও আবেদনকারি উদ্যোক্তারা প্লট নিতে পারবেন। শিল্পায়নের প্রকল্পের কাজের ব্যায় ধরা হয়েছে ৪৩ কোটি টাকা। ইতিমধ্যে প্লট নেওয়া আগ্রহী উদ্যোক্তারা আবেদন করা শুরু করেছেন।
চুয়াডাঙ্গার ব্যবসায়ীরা বলছেন, ‘দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। বিসিক শিল্প নগরিতে আমরা ব্যবসায়ের সুফল পাব। এক্ষেত্রে প্লট ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে। তাহলে নতুন উদ্দ্যোক্তরা খুব স্বাচ্ছন্দ্যে ব্যবসায়ে আগ্রহী হবে। এতে আর্থিকভাবে অসচ্ছলতা কাটিয়ে সচ্ছলতায় প্রাণ চঞ্চলতা ফিরে পাব। এখন শুধু চালুর অপেক্ষায় আছি।’
চুয়াডাঙ্গা শিল্প ও বণিক সমিতির পরিচালক মঞ্জুরুল আলম মালিক লার্জ বলেন, ‘চুয়াডাঙ্গায় বিসিক শিল্প নগরী প্রকল্পের কাজ শেষ হলে ব্যবসয়ীরাই উপকৃত হবে। জেলার শিল্পয়ান অনেক উন্নত হবে। বেকারত্ব কমে কর্মসংস্থান বাড়বে।’
শিল্প ও বণিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন মালিক বলেন, ‘যদি প্লট ক্রয়ের অংক সামর্থ্য ও সুবিধার মধ্যে থাকে তাহলে ব্যবসায়ী ও উদ্যোক্তারা আগ্রহ দেখাবে। তাতে সরকারের যে পরিকল্পনা তা বাস্তবায়ন হবে।’
চুয়াডাঙ্গা বিসিক শিল্প কার্যালয়ের উপ-ব্যবস্থাপক সামসুজ্জামান বলেন, ‘৭৫ বিঘা জমির ওপর বিসিক শিল্পনগরী স্থাপন করা হয়েছে। এখানে কাজ শেষ হলে ছোট বড় ১০০ শিল্প কারখানা গড়ে তোলা হবে। এখানে অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ হবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫