Ajker Patrika

প্রতীক পেয়েই পেটানো শুরু

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৩: ৪৪
প্রতীক পেয়েই পেটানো শুরু

প্রতীক পাওয়ার প্রথম দিনেই এক ব্যক্তিকে রড দিয়ে পিটিয়ে জখম করার গুরুতর অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান চঞ্চলের সমর্থকদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ডামোশ গ্রামে এই ঘটনা ঘটে।

 জানা গেছে, বেলগাছী ইউনিয়নের ডামোশ গ্রামের মৃত আফসার আলীর ছেলে মো. জামাল উদ্দিন বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র  প্রার্থী মো. আমিরুল ইসলাম  মন্টু চেয়ারম্যানের সমর্থক। গতকাল শুক্রবার আলমডাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে তাঁকে মাহমুদুল হাসান চঞ্চলের লোকজন তাঁকে পিটিয়ে আহত করে।  

পরে রক্তাক্ত জখম অবস্থায় তাঁকে স্থানীয় লোকজন ও তার পরিবারের লোকজন উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে আলমডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে আসে।

এ প্রসঙ্গে আহত জামাল উদ্দিন বলেন, চেয়ারম্যান প্রার্থী চঞ্চলের  সমর্থক আবদার আলীর ছেলে খোকন আলী, নজরুল খন্দকারের ছেলে ফারুক হোসেন, আব্দুল মজিদের ছেলে বাবু ও  তাদের সহযোগী ৮/১০জন মিলে লোহার রড দিয়ে আমাকে পেটায়।

বেলগাছীর দায়িত্বে থাকা বিট পুলিশ কর্মকর্তা মো. আমিরুল ইসলাম বলেন,আমি আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিচ্ছি এবং সহিংসতা বর্জন করে পরিবেশ শান্ত রাখার জন্য সকল প্রার্থীর সমর্থকদের আহ্বান জানাচ্ছি।

এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আমিরুল ইসলাম মন্টু বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার সমর্থক জামাল উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমি আইনি পদক্ষেপ নেব।

অন্যদিকে বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও স্বতন্ত্র আনারস প্রতীক প্রার্থী মাহমুদুল হাসান চঞ্চল বলেন, এ ঘটনার সঙ্গে আমার কোনো  সম্পর্ক নেই। এমনকি নির্বাচনের সঙ্গেও কোনো  সম্পর্ক নেই। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত