চুয়াডাঙ্গা প্রতিনিধি
কারচুপির অভিযোগ তুলে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের তিন চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন করেছেন। ভোট বর্জনকারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন মোনাজাত হোসেন (গোলাপ ফুল), রুহুল আমিন (মোটরসাইকেল) ও সজীব মাহমুদ (হাতপাখা)।
গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ভোট বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন (মোটরসাইকেল) ও সজীব মাহমুদ (হাতপাখা)।
আর নির্বাচনী এলাকায় ভোট বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোনাজাত হোসেন (গোলাপ ফুল)। এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহরাব হোসেনসহ ওই তিন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন ও সজীব মাহমুদ জানান, জুড়ানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র বাদে সকাল থেকে প্রতিটি কেন্দ্রে পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
নৌকার প্রার্থীর লোকজন জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মেরে নিচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানালে তাঁরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও পরবর্তীতে আবারও একই পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই আমরা নির্বাচন বর্জন করছি।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোনাজাত হোসেন বলেন, ‘নৌকা প্রার্থীর লোকজন আধিপত্য বিস্তার করছে। তাঁরা জুড়ানপুর ইউনিয়নে কাউকে নির্বাচনে অংশ নিতে দেবে না। কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দিয়ে তাঁরা নৌকায় সিল মারছে। তাই আমি ভোট বর্জন করছি।’
জুড়ানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হারুন অর রশিদ জানান, ‘তিন প্রার্থী আমাকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।’
কারচুপির অভিযোগ তুলে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের তিন চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন করেছেন। ভোট বর্জনকারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন মোনাজাত হোসেন (গোলাপ ফুল), রুহুল আমিন (মোটরসাইকেল) ও সজীব মাহমুদ (হাতপাখা)।
গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ভোট বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন (মোটরসাইকেল) ও সজীব মাহমুদ (হাতপাখা)।
আর নির্বাচনী এলাকায় ভোট বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোনাজাত হোসেন (গোলাপ ফুল)। এ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোহরাব হোসেনসহ ওই তিন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন ও সজীব মাহমুদ জানান, জুড়ানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র বাদে সকাল থেকে প্রতিটি কেন্দ্রে পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
নৌকার প্রার্থীর লোকজন জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মেরে নিচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানালে তাঁরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও পরবর্তীতে আবারও একই পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই আমরা নির্বাচন বর্জন করছি।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোনাজাত হোসেন বলেন, ‘নৌকা প্রার্থীর লোকজন আধিপত্য বিস্তার করছে। তাঁরা জুড়ানপুর ইউনিয়নে কাউকে নির্বাচনে অংশ নিতে দেবে না। কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দিয়ে তাঁরা নৌকায় সিল মারছে। তাই আমি ভোট বর্জন করছি।’
জুড়ানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হারুন অর রশিদ জানান, ‘তিন প্রার্থী আমাকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫