হেরোইন কারবারে পুলিশ
ভারত থেকে দেশে সবচেয়ে বেশি হেরোইন ঢোকে রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্ত দিয়ে। এসব সীমান্তে সক্রিয় বড় বড় মাদক মাফিয়া। গোদাগাড়ীতে এবার এমন একটি হেরোইন সিন্ডিকেটের খোঁজ মিলল, যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত একজন পুলিশ সদস্য। সিন্ডিকেট সদস্য হিসেবে তিনি জড়িত ছিলেন হেরোইন পাচারে।