Ajker Patrika

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল ওভারটেক নিয়ে তর্কের জেরে তরুণ খুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ জুলাই ২০২২, ২১: ৫১
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল ওভারটেক নিয়ে তর্কের জেরে তরুণ খুন

মোটরসাইকেল ওভারটেক করা নিয়ে বাগ্‌বিতণ্ডার সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাব্বির হোসেন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে জেলা সদরের টিকরামপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সাব্বির হোসেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর আদর্শ মোড় মহল্লার মনিরুল ইসলামের ছেলে। এ ঘটনায় সাব্বির হোসেনের বন্ধু আশিক জামান আহত হয়েছেন। সাব্বির চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। আহত আশিক জামান রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে টিকরামপুর মধ্যপাড়া এলাকায় তিনতলা মসজিদের সামনের রাস্তায় সাব্বির তাঁর বন্ধু আশিককে নিয়ে মোটরসাইকেলে করে ঘুরছিলেন। এ সময় পৌর এলাকার ১ নম্বর কলোনি মহল্লার জিয়াউর রহমানের ছেলে সুরাত আলীসহ চার-পাঁচজন তিনটি মোটরসাইকেল নিয়ে তাঁদের ওভারটেক করেন। এ নিয়ে সাব্বিরের সঙ্গে সুরাত আলীর বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সাব্বির ও তাঁর বন্ধু আশিককে তাঁরা ছুরিকাঘাত করে পালিয়ে যান।

পরে স্থানীয়রা সাব্বির ও আশিককে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে রাস্তাতেই সাব্বির মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) মাহফুজুল হক চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত