সেবার ব্রতে মানবিক চট্টলা
নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মোশরাফুল হক চৌধুরী পাবেল। সোমবার দুপুরে যখন কথা হচ্ছিল, তখনো মোটরসাইকেলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনা রোগীর বাসায় ছুটছিলেন। হালিশহর আই ব্লকের শহিদুল ইসলামের (৪৮) বাসায় অক্সিজেন পৌঁছে দিয়েছেন তিনি। ওই মুহূর্তে আরও এক করোনা রোগীর ফোন। গন্তব্য এবার তাঁর কাজির দেউড়িত