Ajker Patrika

চট্টগ্রামে রোগীদের ফ্রি পরিবহন সেবা দিচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৮: ৩৮
চট্টগ্রামে রোগীদের ফ্রি পরিবহন সেবা দিচ্ছে পুলিশ

চলমান লকডাউনে চট্টগ্রামের রোগীদের জন্য ফ্রি পরিবহন সেবা দিচ্ছে পুলিশ। আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্যমে এ সেবা উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারীশ।

আব্দুল ওয়ারীশ বলেন, যান চলাচল বন্ধ থাকায় রোগীরা সমস্যায় পড়েছেন। সামর্থ্যবানেরা অ্যাম্বুলেন্স ডেকে যেতে পারলেও বিপাকে পড়ছেন মধ্য ও নিম্ন আয়ের মানুষেরা। তাঁদের সবার কথা বিবেচনা করেই আমাদের এই বিনা মূল্যে পরিবহন সেবা।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, থানার এই উদ্যোগে পাশে দাঁড়ান মাশরাফুল ইসলাম শাকিল। তিনি একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন। এরপর একে একে পাশে দাঁড়ায় সামাজিক সংগঠন ধনিয়ালাপাড়া বন্ধু মহল, মুহুরীপাড়া এলাকার ডলফিন ক্লাব, সিডিএ আবাসিক এলাকার আর. এস. কে ক্লাব, আগ্রাবাদের এস এস ট্রেডিং, পাহাড়তলী ঝর্ণাপাড়ার সায়মা প্রোপার্টিজ এবং পাঠানটুলি খান বাড়ির মো. আসাদ খান। তাঁরা প্রত্যেকেই রোগী পরিবহনে একটি করে সিএনজি প্রদান করেন।

মোহাম্মদ মহসীন বলেন, বিনা মূল্যে এই পরিবহন সেবা ২৪ ঘণ্টাই চালু থাকবে। ০১৩২০০৫২৭৪৯ নম্বরে ফোন করলেই গাড়ি বাসার সামনে এসে নিয়ে যাবে। আবার হাসপাতাল থেকে বাসায়ও পৌঁছে দেবে। আপাতত ডবলমুরিং থানা এলাকার মধ্যেই এই কার্যক্রম সীমাবদ্ধ থাকবে। তবে রোগীর অবস্থা বিবেচনায় বাইরেও এই সেবা প্রদান করা হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত উপকমিশনার পংকজ দত্ত, সহকারী কমিশনার মো. মাহামুদুল হাসান মামুন, পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত