Ajker Patrika

চট্টগ্রামে টানা বৃষ্টিতে পাহাড় ধস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে টানা বৃষ্টিতে পাহাড় ধস

চট্টগ্রামে লালখান বাজারে রেলওয়ে মালিকানাধীন পাহাড়ের পাদদেশে ঘরবাড়িসহ বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তোলায় একটি অংশে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার গভীর রাতে এ পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

জানা যায়, একটি পক্ষ পাহাড়টি কেটে মাদ্রাসার স্থাপনা নির্মাণ করে। আরেকটি পক্ষ সেখানে ১৬টি ঘর নির্মাণ করে বিভিন্ন শ্রেণির লোকজনদের ভাড়া দিয়ে আসছেন। 

এর আগে গত ২২ জুন পরিবেশ অধিদপ্তর পাহাড়টির পাদদেশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের নোটিশ দিয়েছিলেন। স্থানীয় কয়েকজনের কাছ থেকে জানা গেছে, মঙ্গলবার টানা বৃষ্টিতে গভীর রাতে পাহাড়টির কাটা অংশের মাটি ধসে নিচে পড়ে। ধসের জায়গার পাশেই কয়েকটি কাঁচা-পাকা ঘর নির্মাণাধীন রয়েছে। ইতিমধ্যে পাশাপাশি বেশ কয়েকটি ঘর ভাড়া দেওয়া হয়েছে।

এর আগে একটি অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর গত ১৬ জুন ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে ১৮ শ’ঘনফুট পাহাড় কাটা দেখেছে। পরে শুনানিতে পৃথকভাবে পাহাড় কাটায় অভিযুক্ত স্থানীয় একটি ফোরকানিয়া মাদ্রাসার পরিচালক মো. নুরুল আজম ও জাহিদুল ইসলাম জাবেদ নামে দু’জনকে সাত দিনের মধ্যে নিজ উদ্যোগে স্থাপনাগুলো সরানোর আদেশ দেওয়া হয়।

মো. নুরুল্লাহ নূরী বলেন, পাহাড়টি বাংলাদেশ রেলওয়ে মালিকানাধীন। উভয় পক্ষই অবৈধভাবে পাহাড়টি দখল করে রেখেছেন। এখানে তিন থেকে চার বছর ধরে পাহাড় কাটার হচ্ছে বলে স্থানীয়দের মাধ্যমে জানা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত