নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের প্রথম ‘ব্ল্যাক ফাঙ্গাস’ আক্রান্ত এক নারী শনাক্ত হয়েছেন। আজ বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এস এম হুমায়ুন কবির বলেন, ষাটোর্ধ্ব বছরের এই নারী বর্তমানে হাসপাতালে ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তিনি গত বেশ কয়েক দিন যাবৎ এখানে ভর্তি থাকলেও আজকেই আমরা নিশ্চিত হই তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। তাঁর চিকিৎসায় আমরা একটি বোর্ড গঠন করেছি এবং চিকিৎসা চলছে। তবে আমরা আগামী কয়েক দিন বিষয়টি দেখব। যেহেতু এই রোগের চিকিৎসা বেশ ব্যয়বহুল ও জটিল সেহেতু প্রয়োজনে তাঁকে ঢাকায় পাঠানোর কথা ভাবতে হবে।
চমেক হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ও করোনা ইউনিটের সমন্বয়কারী ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, করোনা আক্রান্ত হয়ে সেরে ওঠেন ষাটোর্ধ্ব ওই নারী। পরে করোনা পরবর্তী জটিলতায় তাঁর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের কিছু লক্ষণ দেখা দেয়। প্রাইভেসির স্বার্থে তাঁর নাম প্রকাশ করা যাবে না।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার অফিসের সূত্রে জানা গেছে, এই মাসের শুরুতে করোনাক্রান্ত হয়ে চমেক হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনি ভর্তি হয়েছিলেন। পরে ১৫ জুলাই করোনা নেগেটিভ আসলেও তাঁর শরীরে কোভিড পরবর্তী নানা জটিলতা দেখা দেয়। এ অবস্থায় স্বজনরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তের বিভিন্ন লক্ষণ দেখা যায়।
চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. রাজীব পালিত (প্রশাসন) আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে এই মহিলা চমেক হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চোখের চারপাশে কালো ফাঙ্গাসের কিছু লক্ষণ দেখা গিয়েছিল। জরুরির ভিত্তিতে গঠন করা মেডিকেল বোর্ডের মাধ্যমে আমরা ব্ল্যাক ফাঙ্গাসের বিষয়টি নিশ্চিত হয়েছি। এ সম্পর্কে পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে।
এর আগে গত মে মাসে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে করোনা থেকে সেরে ওঠা দুজনের শরীরে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের প্রথম ‘ব্ল্যাক ফাঙ্গাস’ আক্রান্ত এক নারী শনাক্ত হয়েছেন। আজ বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এস এম হুমায়ুন কবির বলেন, ষাটোর্ধ্ব বছরের এই নারী বর্তমানে হাসপাতালে ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তিনি গত বেশ কয়েক দিন যাবৎ এখানে ভর্তি থাকলেও আজকেই আমরা নিশ্চিত হই তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। তাঁর চিকিৎসায় আমরা একটি বোর্ড গঠন করেছি এবং চিকিৎসা চলছে। তবে আমরা আগামী কয়েক দিন বিষয়টি দেখব। যেহেতু এই রোগের চিকিৎসা বেশ ব্যয়বহুল ও জটিল সেহেতু প্রয়োজনে তাঁকে ঢাকায় পাঠানোর কথা ভাবতে হবে।
চমেক হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ও করোনা ইউনিটের সমন্বয়কারী ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, করোনা আক্রান্ত হয়ে সেরে ওঠেন ষাটোর্ধ্ব ওই নারী। পরে করোনা পরবর্তী জটিলতায় তাঁর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের কিছু লক্ষণ দেখা দেয়। প্রাইভেসির স্বার্থে তাঁর নাম প্রকাশ করা যাবে না।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার অফিসের সূত্রে জানা গেছে, এই মাসের শুরুতে করোনাক্রান্ত হয়ে চমেক হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনি ভর্তি হয়েছিলেন। পরে ১৫ জুলাই করোনা নেগেটিভ আসলেও তাঁর শরীরে কোভিড পরবর্তী নানা জটিলতা দেখা দেয়। এ অবস্থায় স্বজনরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তের বিভিন্ন লক্ষণ দেখা যায়।
চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. রাজীব পালিত (প্রশাসন) আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে এই মহিলা চমেক হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চোখের চারপাশে কালো ফাঙ্গাসের কিছু লক্ষণ দেখা গিয়েছিল। জরুরির ভিত্তিতে গঠন করা মেডিকেল বোর্ডের মাধ্যমে আমরা ব্ল্যাক ফাঙ্গাসের বিষয়টি নিশ্চিত হয়েছি। এ সম্পর্কে পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে।
এর আগে গত মে মাসে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে করোনা থেকে সেরে ওঠা দুজনের শরীরে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয়।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
১ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
১ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
১ ঘণ্টা আগে