Ajker Patrika

চট্টগ্রামে ৪৬ হাজার ৭৪০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

প্রতিনিধি, চট্টগ্রাম
Thumbnail image

চট্টগ্রামের বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৪১ লাখ টাকা মূল্যের ৪৬ হাজার ৭৪০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার ভোরে এ অভিযান চালানো হয়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফের আবু ছিদ্দিক (২৯) ও উখিয়ার মো. বেলাল উদ্দিন (২০)। 

মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করে তারা।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, গোপনে সংবাদের ভিত্তিতে জানতে পারেন বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান কক্সবাজার থেকে চট্টগ্রামে আসছে। এরই ভিত্তিতে আজ সকালে ওই সড়কে একটি পিকআপের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় চালক ও হেলপার পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়। পরে পিকআপ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বলেন, দীর্ঘদিন যাবৎ তাঁরা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করেন। 

র‍্যাব-৭ আরও বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের নগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত