Ajker Patrika

চিত্রনায়ক সালমান শাহর হত্যাকারীদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি­
আজ বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সালমান শাহর ভক্তরা। ছবি: আজকের পত্রিকা
আজ বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সালমান শাহর ভক্তরা। ছবি: আজকের পত্রিকা

চিত্রনায়ক সালমান শাহর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, তরুণ প্রজন্মের আইডল চিত্রনায়ক সালমান শাহর হত্যা সাংস্কৃতিক অঙ্গনের জন্য শুভ লক্ষণ নয়। দীর্ঘদিন অতিবাহিত হলেও তাঁর হত্যার রহস্য এখনো উন্মোচন করা হয়নি।

বক্তারা জোর দাবি জানান, এখন সময় এসেছে প্রকৃত তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা এবং কঠোর শাস্তির আওতায় নিয়ে আসা।

চুয়াডাঙ্গা সালমান শাহ ভক্তকুলের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন নাফিসা সুরভি। অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিরণ উর রশিদ শান্ত প্রধান অতিথি হিসেবে এবং শাহাবুদ্দিন আহমেদ বিশেষ অতিথির বক্তব্য দেন। এ সময় সালমান শাহর বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের চলচ্চিত্র জগতের জনপ্রিয় এই চিত্রনায়ককে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানী ঢাকার ইস্কাটনে তাঁর নিজ বাড়িতে কৌশলে হত্যা করা হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর তাঁর মা নীলা চৌধুরী মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করেন। এই হত্যা মামলায় সালমান শাহর স্ত্রী সামিরাসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তারা বিদেশ যেতে পারবেন না

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন: জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে কাহিল ৫ অ্যান্টিবায়োটিক

এবার তেলের খনি নাইজেরিয়াতে নজর ট্রাম্পের, অজুহাত—খ্রিষ্টানরা ভালো নেই

আজকের রাশিফল: সহকর্মীকে জ্ঞান দিতে যাবেন না, প্রাপ্তিযোগে বাল্যকালের প্রেমপত্র

সকালে নাশতা না খাওয়ার পাঁচ ধরনের স্বাস্থ্যঝুঁকি

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

৯ মাস পর সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত, যাত্রীর অভাবে ছাড়েনি জাহাজ

কক্সবাজার প্রতিনিধি
আজ শনিবার দুপুরে নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে গিয়ে দেখা যায়, সেন্টমার্টিনগামী কোনো জাহাজ নোঙর করেনি। ছবি: আজকের পত্রিকা
আজ শনিবার দুপুরে নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে গিয়ে দেখা যায়, সেন্টমার্টিনগামী কোনো জাহাজ নোঙর করেনি। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ নয় মাস পর দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ কক্সবাজারের সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। কিন্তু আজ শনিবার প্রথম দিনে দ্বীপটি ভ্রমণে পর্যটকদের মধ্যে আগ্রহ দেখা যায়নি। যাত্রীর অভাবে কক্সবাজার থেকে আজ কোনো জাহাজও ছাড়েনি।

শনিবার দুপুরে নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে গিয়ে দেখা যায়, সেন্টমার্টিনগামী কোনো জাহাজ নোঙর করেনি। মহেশখালীর পথে যাত্রী নিয়ে কেবল একটি টাগশিপ ছেড়েছে। কিন্তু সেন্টমার্টিনের উদ্দেশ্যে কোনো যাত্রী দেখা যায়নি।

কুমিল্লার নাঙ্গলকোট থেকে বেড়াতে আসা পর্যটক আবিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সেন্টমার্টিন যাব ভেবেছিলাম, কিন্তু জাহাজ না চলায় যাওয়া হয়নি। দিনে গিয়ে দিনে ফেরার শর্তটা খুবই কঠিন বলে মনে হলো।’

ঢাকার সাভার থেকে আসা পর্যটক শহীদুল ইসলাম বলেন, পরিবেশের সুরক্ষা জরুরি। তবে অন্তত নভেম্বর থেকেই রাতযাপনের সুযোগ দেওয়া উচিত ছিল। কারণ সেন্টমার্টিনে ভ্রমণের আনন্দই আলাদা।

পর্যটনসংশ্লিষ্টদের ধারণা, সেন্টমার্টিন ভ্রমণের জন্য দিনে গিয়ে দিনে ফেরার বাধ্যবাধকতা থাকায় নভেম্বরে পর্যটকদের আগ্রহ তেমন দেখা যাবে না।

গত বছর দ্বীপের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয় সরকার। এর অংশ হিসেবে সেন্টমার্টিনে ভ্রমণে ১২টি নির্দেশনা আরোপ করা হয়। সবচেয়ে বড় শর্ত—রাতযাপন করা যাবে না, দিনে গিয়ে দিনে ফিরতে হবে। এই কারণেই পর্যটকদের আগ্রহ কমে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

তাঁরা জানান, মিয়ানমারের রাখাইনে সংঘাতের কারণে ২০২৩ সাল থেকে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে জাহাজ চলাচল বন্ধ। পরে ইনানী নৌবাহিনীর জেটিঘাট হয়ে জাহাজ চলাচল করলেও গত বছর থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট দিয়েই সাগরপথে পর্যটকবাহী জাহাজ চলছিল।

‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের’র সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর আজকের পত্রিকাকে বলেন, এই ঘাট দিয়ে চলতি বছরও জাহাজ চলাচলের অনুমতি আছে। কিন্তু যাওয়া-আসায় প্রায় ১৪ ঘণ্টা সময় লাগে। রাতযাপনের সুযোগ না থাকায় পর্যটকরা আগ্রহ দেখাচ্ছেন না। ফলে নভেম্বর মাসে জাহাজ চালু করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, ‘আমরা ডিসেম্বর ও জানুয়ারির জন্য প্রস্তুতি নিচ্ছি।’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিআইডব্লিউটিএ পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো নৌযানকে সেন্টমার্টিনে যাতায়াতের অনুমতি দিতে পারবে না। টিকিট ক্রয় করতে হবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েব পোর্টাল থেকে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে; কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে বিবেচিত হবে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট দিয়েই সেন্টমার্টিনে জাহাজ চলাচলের অনুমতি আছে। পর্যটকদের নিরাপদ ও শৃঙ্খল ভ্রমণ নিশ্চিত করতে ১২টি নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তারা বিদেশ যেতে পারবেন না

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন: জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে কাহিল ৫ অ্যান্টিবায়োটিক

এবার তেলের খনি নাইজেরিয়াতে নজর ট্রাম্পের, অজুহাত—খ্রিষ্টানরা ভালো নেই

আজকের রাশিফল: সহকর্মীকে জ্ঞান দিতে যাবেন না, প্রাপ্তিযোগে বাল্যকালের প্রেমপত্র

সকালে নাশতা না খাওয়ার পাঁচ ধরনের স্বাস্থ্যঝুঁকি

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কবরের মাটি উত্তোলন: জানতে চাওয়ায় মারপিটে একজনের মৃত্যু

রংপুর প্রতিনিধি
নিহতের ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা
নিহতের ঘটনায় স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

রংপুরের তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউনিয়নের কিসামত মেনানগর বড়বাড়ি গ্রামে কবরের মাটি তোলাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় আহত আব্দুল খালেক (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে শুক্রবার সকালে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধ জনতা শনিবার বেলা ২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার ফজরের নামাজ শেষে আব্দুল খালেকের ভাই আব্দুল ছালেক তাঁর দাদির কবর জিয়ারত করতে গিয়ে দেখেন যে কবরের মাটি উত্তোলন করা হয়েছে। এ ঘটনায় আব্দুল ছালেক কবরস্থানের পাশের বাসিন্দা বাবু মিয়া ও লেবু মিয়ার কাছে জানতে চাইলে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এ সময় বাবু মিয়া, লেবু মিয়া, চাঁন মিয়া, দুলাল মিয়া, আশেকুর রহমান, আব্দুল জব্বার, আবেদা বেগম, সোহানা বেগম ও তানিয়া বেগম দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন আব্দুল ছালেক।

খবর পেয়ে আহত আব্দুল ছালেককে উদ্ধার করতে যান তাঁর দুই ভাই আব্দুল খালেক ও মাহবুবার। এরপর তাদেরও মারধর করা হয়। একপর্যায়ে খুন্তি দিয়ে আব্দুল খালেকের মাথায় আঘাত করলে মাথা ফেটে মগজ বেরিয়ে যায়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় আব্দুল খালেক মারা যান।

স্থানীয়রা জানান, অভিযুক্তদের বাড়ির পাশেই কবরস্থান। নিহত আব্দুল খালেকের দাদির কবরের ওপরের মাটি কেটে নেয় তারা। আব্দুল ছালেক কবর জিয়ারত করতে গিয়ে মাটি নিয়ে যাওয়ার বিষয়টি নজরে আসে। এ নিয়ে কথা বলতে গেলে মারধরের শিকার হন। তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর ভাই আব্দুল খালেককে প্রাণ দিতে হলো।

নিহতের স্ত্রী শারমিন আক্তার দুই সন্তানকে নিয়ে আহাজারি করে বলেন, ‘আমার স্বামী নির্দোষ। কারও সঙ্গে দ্বন্দ্ব নাই, হামার কাম করি দিন যায়। ওরা আমার স্বামীকে নির্মমভাবে বিনা দোষে মারল, সন্তানদের এতিম করল, আমি তাদের ফাঁসি চাই।’

স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, ‘পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আব্দুল খালেক। ৪০ শতক জমিই ছিল তাদের একমাত্র সহায়-সম্বল। তার মৃত্যুতে পরিবারটি এখন সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে।’ এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ‘এ ঘটনায় থানায় ৯ জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মহাসড়ক থেকে জনতাকে সরিয়ে নেওয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তারা বিদেশ যেতে পারবেন না

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন: জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে কাহিল ৫ অ্যান্টিবায়োটিক

এবার তেলের খনি নাইজেরিয়াতে নজর ট্রাম্পের, অজুহাত—খ্রিষ্টানরা ভালো নেই

আজকের রাশিফল: সহকর্মীকে জ্ঞান দিতে যাবেন না, প্রাপ্তিযোগে বাল্যকালের প্রেমপত্র

সকালে নাশতা না খাওয়ার পাঁচ ধরনের স্বাস্থ্যঝুঁকি

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জমির বিরোধে দিনদুপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

রায়পুরা (নরসিংদী)প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে দুই ভাইকে দিনদুপুরে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা ও চাচাতো ভাইবোনদের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চর সুবুদ্ধি ইউনিয়নের চর সুবুদ্ধি গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চর সুবুদ্ধি গ্রামের আবু তাহেরের ছেলে হুরুন আলী ওরফে হোরা মিয়া (৪০) ও শাকিল মিয়া (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ।

পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আবু তাহের ও তাঁর ভাই আউয়ালের সঙ্গে পারিবারিকভাবে জমি নিয়ে বিরোধ রয়েছে। নিহতদের বাবা আবু তাহের প্রায় ২০ বছর আগে তাঁর ভাই আব্দুল আউয়ালের কাছ থেকে ১ হাজার ৭০০ টাকা ধার নিয়েছিলেন। সেই সূত্র ধরে আব্দুল আউয়াল ও তাঁর ছেলে শিপন মিয়া ও রিপন মিয়া আবু তাহেরের ভিটের একটি অংশ নিজেদের দাবি করে আসছিলেন। সম্প্রতি কয়েক দফা সালিস বৈঠকে বিচারকেরা আবু তাহেরের পক্ষেই রায় দেন। আজ সকালে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে দুপুর ১২টার দিকে আউয়াল, তাঁর ছেলে শিপন ও রিপন, মেয়েরা শাহানা, আজিনা, আছমা, সুমাইয়াসহ ১০-১২ জন দা ও লাঠিসোঁটা নিয়ে হোরা মিয়াদের বাড়িতে হামলা চালান। এ সময় হোরা মিয়া, তাঁর ভাই শাকিল ও পরিবারের সদস্যরা বাধা দিলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চারজনকে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হোরা মিয়া ও শাকিলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় হোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশান আরা জানান, বেলা পৌনে ১টার দিকে আহতদের হাসপাতালে আনা হলে হোরা মিয়া ও শাকিল নামে দুজনকে মৃত ঘোষণা করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে আছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জেনে পরে জানানো হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তারা বিদেশ যেতে পারবেন না

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন: জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে কাহিল ৫ অ্যান্টিবায়োটিক

এবার তেলের খনি নাইজেরিয়াতে নজর ট্রাম্পের, অজুহাত—খ্রিষ্টানরা ভালো নেই

আজকের রাশিফল: সহকর্মীকে জ্ঞান দিতে যাবেন না, প্রাপ্তিযোগে বাল্যকালের প্রেমপত্র

সকালে নাশতা না খাওয়ার পাঁচ ধরনের স্বাস্থ্যঝুঁকি

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা: দিনভর অপেক্ষা করে ফিরে গেলেন পরীক্ষার্থীরা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি 
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর আবু বকর ফাজিল ডিগ্রি মাদ্রাসা। ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর আবু বকর ফাজিল ডিগ্রি মাদ্রাসা। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা দিতে এসে দিনভর অপেক্ষা করে পরীক্ষার্থীদের ফিরে যাওয়ার ঘটনা ঘটেছে। পরীক্ষার্থীরা উপস্থিত থাকলেও নিয়োগ বোর্ডের কর্তাদের অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। আজ শনিবার উপজেলার তবকপুর আবু বকর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসী ও পরীক্ষার্থীদের মধ্যো ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসার শূন্য পদে ইবতেদায়ি প্রধান একজন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একজন, গবেষণাগার ল্যাব সহকারী পদে একজন ও আয়া পদে একজন নিয়োগের জন্য গত ১৩ সেপ্টেম্বর পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর ৪টি পদের বিপরীতে ৫৮ জন নিয়োগপ্রত্যাশী বিভিন্ন পদে আবেদন করেন। সে মোতাবেক আবেদনকারীদের কর্তৃপক্ষ শনিবার সকাল ১০টায় ওই মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে মর্মে অ্যাডমিট কার্ড প্রদান করে।

স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসার অধ্যক্ষ ফকরুল ইসলাম ৪টি পদে নিয়োগের জন্য বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। লেনদেনের বিষয়টি ছড়িয়ে পড়ায় পরীক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি বুঝতে পেরে মাদ্রাসার অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা বন্ধ করে দেন।

সরেজমিনে শনিবার সকালে তবকপুর আবু বকর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় গিয়ে দেখা গেছে, প্রতিষ্ঠানের সব কক্ষ তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আশপাশে কিছু লোক ছড়িয়ে-ছিটিয়ে আছে। এ সময় কথা হয় আয়া পদে পরীক্ষা দিতে আসা ছকিনা নামের এক পরীক্ষার্থীর সঙ্গে। তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাত ১০টার দিকে অফিসের পিয়ন আমার বাড়িতে অ্যাডমিট কার্ড পৌঁছে দেন। আজ পরীক্ষার জন্য মাদ্রাসায় ডাকা হয়েছিল। এসে দেখি প্রতিষ্ঠানের সব দরজা তালাবদ্ধ, সংশ্লিষ্ট কেউ নেই। অনেক পরীক্ষার্থী আবার কাউকে না পেয়ে অপেক্ষা করে চলে যাচ্ছেন। ‘নিয়োগ পরীক্ষা যদি না নেবে তাহলে আমাদের ডাকার কী দরকার ছিল’—যোগ করেন তিনি।

জানতে চাইলে নিয়োগ কমিটির সদস্যসচিব ও মাদ্রাসার অধ্যক্ষ ফকরুল ইসলাম নিয়োগ-বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার নিরাপত্তার স্বার্থে মূলত নিয়োগ পরীক্ষা বন্ধ করা হয়েছে। বিষয়টি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে।’ কিন্তু মাদ্রাসার নোটিশ বোর্ডে পরীক্ষা স্থগিতের কোনো নোটিশ না থাকার কথা জানতে চাইলে তিনি সদুত্তর দেননি।

তবকপুর আবু বকর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি মাওলানা মেনহাজুল ইসলাম বলেন, ‘অধ্যক্ষ সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ জন্য নিয়োগ পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়।’ এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক ও নিয়োগ বোর্ডের প্রতিনিধি সামিউল ইসলাম প্রামাণিক বলেন, ‘অধ্যক্ষ সাহেব আমাকে ফোন করে জানিয়েছেন তিনি অসুস্থ। এ কারণে পরীক্ষা গ্রহণ করা সম্ভব নয়, তাই আমি যাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তারা বিদেশ যেতে পারবেন না

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন: জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ে কাহিল ৫ অ্যান্টিবায়োটিক

এবার তেলের খনি নাইজেরিয়াতে নজর ট্রাম্পের, অজুহাত—খ্রিষ্টানরা ভালো নেই

আজকের রাশিফল: সহকর্মীকে জ্ঞান দিতে যাবেন না, প্রাপ্তিযোগে বাল্যকালের প্রেমপত্র

সকালে নাশতা না খাওয়ার পাঁচ ধরনের স্বাস্থ্যঝুঁকি

এলাকার খবর
Loading...

সম্পর্কিত