নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মোশরাফুল হক চৌধুরী পাবেল। সোমবার দুপুরে যখন কথা হচ্ছিল, তখনো মোটরসাইকেলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনা রোগীর বাসায় ছুটছিলেন। হালিশহর আই ব্লকের শহিদুল ইসলামের (৪৮) বাসায় অক্সিজেন পৌঁছে দিয়েছেন তিনি। ওই মুহূর্তে আরও এক করোনা রোগীর ফোন। গন্তব্য এবার তাঁর কাজির দেউড়িতে।
মোশরাফুল হক চৌধুরী পাবেল মানবিক চট্টলা নামে একটি সংগঠনের সভাপতি। এখানে ৮০ জনের মতো ছাত্রলীগের কর্মী কাজ করছেন। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশনায় সংগঠনটি চলছে।
পাবেল আজকের পত্রিকাকে জানান, দিনে ৫০টির মতো অক্সিজেন সিলিন্ডারের অনুরোধ আসছে। কিন্তু তাদের সংগঠন ১৫টির মতো সরবরাহ দিতে পারছে। বিনা মূল্যে এই সেবা দিচ্ছেন তারা।
শুধু নগরে নয়, উপজেলা পর্যায়েও অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে সংগঠনটি। চলতি মাসে পটিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, সীতাকুণ্ড, আনোয়ারা ও রাউজানেও অর্ধ শতাধিক রোগীকে সেবা দিয়েছে।
গত মাসে তাদের সেবা গ্রহণ করে সুস্থ হয়েছেন হাটহাজারীর বাস স্ট্যান্ড এলাকার বাসিন্দা মো. শরীফ উদ্দিন। তিনি বলেন, ‘রাতে হঠাৎ আমার শ্বাসকষ্ট বেড়ে যায়। ওই সময়ে এক পরিচিত বড় ভাইয়ের মাধ্যমে পাবেলকে কল দিই। রাতেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাসায় আসেন তাঁরা।
গত কয়েক মাসেই অন্তত সাড়ে চার শ মানুষকে অক্সিজেন সেবা দিয়েছে সংগঠনটি।
নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মোশরাফুল হক চৌধুরী পাবেল। সোমবার দুপুরে যখন কথা হচ্ছিল, তখনো মোটরসাইকেলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনা রোগীর বাসায় ছুটছিলেন। হালিশহর আই ব্লকের শহিদুল ইসলামের (৪৮) বাসায় অক্সিজেন পৌঁছে দিয়েছেন তিনি। ওই মুহূর্তে আরও এক করোনা রোগীর ফোন। গন্তব্য এবার তাঁর কাজির দেউড়িতে।
মোশরাফুল হক চৌধুরী পাবেল মানবিক চট্টলা নামে একটি সংগঠনের সভাপতি। এখানে ৮০ জনের মতো ছাত্রলীগের কর্মী কাজ করছেন। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশনায় সংগঠনটি চলছে।
পাবেল আজকের পত্রিকাকে জানান, দিনে ৫০টির মতো অক্সিজেন সিলিন্ডারের অনুরোধ আসছে। কিন্তু তাদের সংগঠন ১৫টির মতো সরবরাহ দিতে পারছে। বিনা মূল্যে এই সেবা দিচ্ছেন তারা।
শুধু নগরে নয়, উপজেলা পর্যায়েও অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছে সংগঠনটি। চলতি মাসে পটিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, সীতাকুণ্ড, আনোয়ারা ও রাউজানেও অর্ধ শতাধিক রোগীকে সেবা দিয়েছে।
গত মাসে তাদের সেবা গ্রহণ করে সুস্থ হয়েছেন হাটহাজারীর বাস স্ট্যান্ড এলাকার বাসিন্দা মো. শরীফ উদ্দিন। তিনি বলেন, ‘রাতে হঠাৎ আমার শ্বাসকষ্ট বেড়ে যায়। ওই সময়ে এক পরিচিত বড় ভাইয়ের মাধ্যমে পাবেলকে কল দিই। রাতেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাসায় আসেন তাঁরা।
গত কয়েক মাসেই অন্তত সাড়ে চার শ মানুষকে অক্সিজেন সেবা দিয়েছে সংগঠনটি।
ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
২০ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
২২ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
৩৭ মিনিট আগেমাঝনদীতে আটকা পড়া এসব ফেরিতে ১৫টির মতো যাত্রীবাহী বাস আছে। এসব বাসের যাত্রীরা কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছেন। এদিকে পাটুরিয়া ঘাটে ৩০টির মতো যাত্রীবাহী বাস এবং শতাধিক পণ্যবাহী যানবাহন আটকা পড়েছে।
১ ঘণ্টা আগে