মেরুদণ্ড নেই, চাপ নেবেন না
এমন যখন অবস্থা হয়, তখন কি মনে হয় আক্রমণকারীদের মেরুদণ্ড ছিল? এ দেশের ছাত্র রাজনীতির এত দিনের রূপরেখা দেখে আসা যে কেউ নির্দ্বিধায় বলে দিতে পারবেন—এভাবে পিটিয়ে ছাতু করে ফেলার পেছনে কোনো না কোনো ‘বড় ভাইয়ের’ নির্দেশনা বা উসকানি বা ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা—যে নামই দিন, ছিল সেসব। আর তা না বুঝেই বা বোঝার