Ajker Patrika

কিডনি ডায়ালাইসিস বন্ধ আবার, চমেকে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১২: ০৪
কিডনি ডায়ালাইসিস বন্ধ আবার, চমেকে বিক্ষোভ

কিডনি রোগীদের ডায়ালাইসিস বন্ধ করে দেওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বিক্ষোভ হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে এই সেবা বন্ধ করে দেয় ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডর ডায়ালাইসিস সার্ভিস বাংলাদেশ (প্রা.) লিমিডেট। পরে সাড়ে ৫ ঘণ্টা পর আবারও ডায়ালাইসিস সেবা চালু হয়। স্যানডোর কর্মকর্তাদের দাবি, বকেয়া টাকা না দেওয়ায় তাঁরা বাধ্য হয়ে সেবা বন্ধ করে দেন।

রোগীদের বিক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালের নিচতলা ও সামনের সড়কে অবস্থান নেন।

স্যান্ডর মেডিকেইডসের সহকারী মহাব্যবস্থাপক (অর্থ) নাজমুল আহসান বলেন, ‘টাকার অভাবে কর্মচারীর বেতনও দিতে পারছি না। আমরা কাঁচামাল কিনতে পারছি না। তাই নিরুপায় হয়ে সেবা বন্ধ করতে হয়।’ এ ছাড়া তাঁদের আর কোনো উপায় ছিল না বলেও দাবি করেন ওই কর্মকর্তা।

প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, ঢাকা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের প্রায় ২১ কোটি টাকা বকেয়া রয়েছে। ওই টাকা আদায়ে এর আগে ৪ জানুয়ারি সেবা বন্ধ করে দেওয়া হয়।

জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রণালয়ে কথা বলেছি। তাঁরা বিষয়টি দেখছেন।’

দরিদ্র ও অসহায় কিডনি রোগীদের সেবা দিতে চমেক হাসপাতালে ডায়ালাইসিস ইউনিটটি চালু করা হয়। ব্যয়বহুল এই চিকিৎসা খুব কম খরচে দিয়ে আসছিল ভারতীয় প্রতিষ্ঠানটি। তারা প্রতি প্রথম ডায়ালাইসিসে ২ হাজার ৬০০ টাকা নিত। দ্বিতীয় ডায়ালাইসিসের জন্য ৫০০ টাকা করে নিত। মাসে মাত্র ১০ হাজার থেকে ১২ হাজার টাকা খরচে এখানে কিডনি ডায়ালাইসিস সুবিধা পেতেন রোগীরা।

হাসপাতালের উপপরিচালক আফতাব আহমেদ এর আগে বলেছিলেন, ‘স্যান্ডরের সঙ্গে ২০১৭ সালে সরকারের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী তারা এত দিন সেবা দিয়ে আসছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত