নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের (চমেক) ব্লাড ব্যাংকের সামনে একটি দেয়ালে সাঁটানো হয়েছে কিডনি বিক্রির একটি বিজ্ঞপ্তি। ঋণের টাকা পরিশোধের জন্য ‘এ পজিটিভ’ একটি কিডনি বিক্রি করার আগ্রহ প্রকাশ করা হয় এতে। তবে ওই বিজ্ঞপ্তি নিয়ে উঠছে নানা প্রশ্ন। আসলেই কেউ বিজ্ঞপ্তি দিয়ে কিডনি বিক্রি করতে চান, নাকি দালাল চক্র এতে জড়িত এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
গত শনিবার সন্ধ্যায় এমন বিজ্ঞপ্তিটি চোখে পড়ে অজ্ঞাতনামা রোগীদের সহায়তা করা মো. সাইফুল ইসলাম নেসারের। কৌতূহলবশত বিজ্ঞপ্তিতে দেওয়া মোবাইল ফোন নম্বরে তিনি সঙ্গে সঙ্গে কল দেন। তবে কেউ কল রিসিভ করেননি। গতকাল রোববার দুপুরে এই প্রতিবেদকও কল দেন ওই নম্বরে। তবে তা বন্ধ পাওয়া যায়।
সাইফুল ইসলাম নেসার বলেন, ‘আসলে অসহায় কোনো ব্যক্তি কি-না, সেটি জানতে কল দিয়েছিলাম। অসহায় হলে সাহায্য করার ইচ্ছে ছিল আমার। কিন্তু নম্বরটিতে কল দেওয়ার পর ফোন রিসিভ না হলে, মনের মধ্যে খটকা লাগে।’
চমেকে প্রায়ই এমন নানা বিজ্ঞপ্তির চোখে পড়ে। প্রধান ফটকের সামনে, কিডনি ডায়ালাইসিস সেন্টার ও ব্লাড ব্যাংকের আশপাশে দেখা যায় এমন বিজ্ঞপ্তি। সংশ্লিষ্টদের ধারণা, কোনো দালাল চক্র এতে জড়িত।
চমেক সূত্রে জানা গেছে, ওই এলাকায় সংঘবদ্ধ একটি চক্র কিডনি বিক্রির সঙ্গে জড়িত। রাতের সকলের অগোচরে এসে বিজ্ঞপ্তি সেঁটে দ্রুত সটকে পড়েন চক্রটির সদস্যরা। কখনো তাঁরা অবস্থান নেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রবাসে সুবিধা করতে না পেরে দেশে ফিরে আসা ব্যক্তিদের টার্গেট করে চক্রটি। প্রবাসফেরত ওই সব ব্যক্তিদের অনেকেই ঋণের টাকা শোধের জন্য ৫-৬ লাখ টাকায় কিডনি বিক্রি করে দেন চক্রটির কাছে।
ওই চক্রের সদস্যরা চমেকসহ নগরীর বিভিন্ন এলাকায় এমন বিজ্ঞপ্তি দিয়ে থাকেন বলে ধারণা চমেকের সদ্য বিদায়ী উপপরিচালক মো. আফতাব উল ইসলামের। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চমেকে একটি সংঘবদ্ধ দালাল চক্র এমন কিডনি বিক্রির বিজ্ঞপ্তি সেঁটে যায়। আমরা বহুবার এগুলো তুলে ফেলেছি। মানুষের উচিত এসব চক্রের ফাঁদে না পা দেওয়া।’
গত ৩১ ডিসেম্বর এমন একটি চক্রের সন্ধানও পায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭। চট্টগ্রাম থেকে মানুষের কিডনি ও লিভার পাচারকারী একটি আন্তর্জাতিক চক্রের তিন সদস্যকে আটক করে সংস্থাটি। তাঁরা হলেন মোহাম্মদ আলী ডালিম, আতিকুর রহমান রনি ও মো. আলম হোসেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের (চমেক) ব্লাড ব্যাংকের সামনে একটি দেয়ালে সাঁটানো হয়েছে কিডনি বিক্রির একটি বিজ্ঞপ্তি। ঋণের টাকা পরিশোধের জন্য ‘এ পজিটিভ’ একটি কিডনি বিক্রি করার আগ্রহ প্রকাশ করা হয় এতে। তবে ওই বিজ্ঞপ্তি নিয়ে উঠছে নানা প্রশ্ন। আসলেই কেউ বিজ্ঞপ্তি দিয়ে কিডনি বিক্রি করতে চান, নাকি দালাল চক্র এতে জড়িত এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
গত শনিবার সন্ধ্যায় এমন বিজ্ঞপ্তিটি চোখে পড়ে অজ্ঞাতনামা রোগীদের সহায়তা করা মো. সাইফুল ইসলাম নেসারের। কৌতূহলবশত বিজ্ঞপ্তিতে দেওয়া মোবাইল ফোন নম্বরে তিনি সঙ্গে সঙ্গে কল দেন। তবে কেউ কল রিসিভ করেননি। গতকাল রোববার দুপুরে এই প্রতিবেদকও কল দেন ওই নম্বরে। তবে তা বন্ধ পাওয়া যায়।
সাইফুল ইসলাম নেসার বলেন, ‘আসলে অসহায় কোনো ব্যক্তি কি-না, সেটি জানতে কল দিয়েছিলাম। অসহায় হলে সাহায্য করার ইচ্ছে ছিল আমার। কিন্তু নম্বরটিতে কল দেওয়ার পর ফোন রিসিভ না হলে, মনের মধ্যে খটকা লাগে।’
চমেকে প্রায়ই এমন নানা বিজ্ঞপ্তির চোখে পড়ে। প্রধান ফটকের সামনে, কিডনি ডায়ালাইসিস সেন্টার ও ব্লাড ব্যাংকের আশপাশে দেখা যায় এমন বিজ্ঞপ্তি। সংশ্লিষ্টদের ধারণা, কোনো দালাল চক্র এতে জড়িত।
চমেক সূত্রে জানা গেছে, ওই এলাকায় সংঘবদ্ধ একটি চক্র কিডনি বিক্রির সঙ্গে জড়িত। রাতের সকলের অগোচরে এসে বিজ্ঞপ্তি সেঁটে দ্রুত সটকে পড়েন চক্রটির সদস্যরা। কখনো তাঁরা অবস্থান নেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রবাসে সুবিধা করতে না পেরে দেশে ফিরে আসা ব্যক্তিদের টার্গেট করে চক্রটি। প্রবাসফেরত ওই সব ব্যক্তিদের অনেকেই ঋণের টাকা শোধের জন্য ৫-৬ লাখ টাকায় কিডনি বিক্রি করে দেন চক্রটির কাছে।
ওই চক্রের সদস্যরা চমেকসহ নগরীর বিভিন্ন এলাকায় এমন বিজ্ঞপ্তি দিয়ে থাকেন বলে ধারণা চমেকের সদ্য বিদায়ী উপপরিচালক মো. আফতাব উল ইসলামের। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চমেকে একটি সংঘবদ্ধ দালাল চক্র এমন কিডনি বিক্রির বিজ্ঞপ্তি সেঁটে যায়। আমরা বহুবার এগুলো তুলে ফেলেছি। মানুষের উচিত এসব চক্রের ফাঁদে না পা দেওয়া।’
গত ৩১ ডিসেম্বর এমন একটি চক্রের সন্ধানও পায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭। চট্টগ্রাম থেকে মানুষের কিডনি ও লিভার পাচারকারী একটি আন্তর্জাতিক চক্রের তিন সদস্যকে আটক করে সংস্থাটি। তাঁরা হলেন মোহাম্মদ আলী ডালিম, আতিকুর রহমান রনি ও মো. আলম হোসেন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫