Ajker Patrika

চমেক করোনা ওয়ার্ডে দেড় সপ্তাহেই মৃত্যু ৭০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০২ জুলাই ২০২১, ১৬: ৩৮
চমেক করোনা ওয়ার্ডে দেড় সপ্তাহেই মৃত্যু ৭০

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগী ভর্তি বাড়ছে, সঙ্গে মৃত্যুও। হাসপাতালের ওয়ার্ডমাস্টার বিধান রায় আজ শুক্রবার সকালে আজকের পত্রিকাকে জানান, দেড় সপ্তাহে শুধু করোনা ওয়ার্ডে ৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ছিলেন ৪৩ জন। আর করোনার উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন ২৭ জন।

দেড় সপ্তাহের তথ্য ঘেঁটে দেখা যায়, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বেশির ভাগ পঞ্চাশোর্ধ্ব। ২০ জুন রেড জোনে (করোনা পজিটিভ) মারা যান দুজন, ইয়েলো জোনে (করোনার উপসর্গযুক্ত) চারজন। ২১ জুন রেড জোনে মারা যান পাঁচজন, ইয়েলো জানে দুজন। ২২ জুন রেড জোনে তিনজন, ইয়েলো জোনে দুজন মারা যান। ২৩ জুন রেড জোনে ছয়জন আর ইয়েলো জোনে দুজন মারা যান।

২৪ জুন রেড জোনে তিনজন, ইয়েলো জোনে চারজন করোনার উপসর্গ নিয়ে মারা যান। ২৫ জুন রেড জোনে তিনজন, ইয়েলো জোনে দুজন মারা যান। ২৬ জুন রেড জোনে তিনজন, ইয়েলো জোনে করোনার উপসর্গ নিয়ে তিনজন মারা যান। ২৭ জুন রেড জোনে মারা যান পাঁচজন আর ইয়েলো জোনে দুজন। ২৮ জুন করোনা ওয়ার্ডে সর্বোচ্চ ১১ জন মারা যান। এদিন রেড জোনে ৯ জন, ইয়েলো জোনে দুজন মারা যান। 

২৯ জুন রেড জোনে একজন আর ইয়েলো জোনে একজন মারা যান। ৩০ জুন রেড জোনে তিনজন আর দুজন মারা যান ইয়েলো জোনে। চলতি মাসের এক জুলাই রেড জোনে একজন আর ইয়েলো জোনে একজন মারা যান। 

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্যমতে, চমেকের করোনা ওয়ার্ডে ৩০০ শয্যার বিপরীতে ১৫০ জন রোগী ভর্তি আছেন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে ১৮০ শয্যার বিপরীতে ৬৩ জন রোগী ভর্তি আছেন। 

চমেক হাসপাতালের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, করোনা ওয়ার্ডে আগের চেয়ে রোগী ভর্তি বাড়ছে। তবে আমাদের এখনো অর্ধেক শয্যা খালি আছে। হাসপাতালে চিকিৎসক-নার্সরা দিনরাত পরিশ্রম করে রোগীর সেবা করছেন। 

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, সাত দিনের কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করা গেলে করোনা পরিস্থিতি উন্নতির দিকে যাবে। মানুষকেও কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত