Ajker Patrika

মাইলস্টোন দুর্ঘটনায় নিহত মাহতাবের সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

 কুমিল্লা প্রতিনিধি 
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৬: ৪১
মাইলস্টোন দুর্ঘটনায় নিহত মাহতাবের সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা। ছবি: আজকের পত্রিকা
মাইলস্টোন দুর্ঘটনায় নিহত মাহতাবের সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা। ছবি: আজকের পত্রিকা

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবারিক কবরস্থানে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে।

বিমানবাহিনীর প্রধানের পক্ষ থেকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উইং কমান্ডার মো. আতিক হাসান। তিনি বলেন, ‘মাহতাবের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তার আত্মার শান্তি কামনা করছি এবং যারা আহত হয়েছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। তদন্ত চলমান রয়েছে, বিস্তারিত তথ্য আইএসপিআর জানাবে।’

মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভূঁইয়া বলেন, ‘সারা দেশের মানুষ আমার সন্তানের জন্য দোয়া করেছে। এ জন্য আমি কৃতজ্ঞ। আমার সন্তান যেন শহীদের মর্যাদা পায়, এই প্রার্থনা করি।’

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল ছুটির আগমুহূর্তে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান স্কুল ভবনে বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় অনেক শিক্ষক-শিক্ষার্থী হতাহত হয়। মাহতাব রহমান ভূঁইয়া (সপ্তম শ্রেণি) মারাত্মক দগ্ধ হয় এবং তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়।

পরে সেনাবাহিনীর সহায়তায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং পরে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই বেলা ১টা ৫০ মিনিটে মাহতাব মৃত্যুবরণ করে। ওই রাতেই নিজ গ্রামে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

রামগড়ের ‘রুম পার্টি’ টর্চার সেলের হোতা সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তার

গাজীপুরে ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত