সোহেল মারমা ও জমির উদ্দিন চট্টগ্রাম
আওয়ামী লীগের দুই নেতার বিরোধ ও তাঁদের অনুসারী ছাত্রলীগের দুই পক্ষের ক্যাম্পাস নিয়ন্ত্রণ, সিট দখল, আধিপত্য বিস্তার নিয়েই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অশান্ত হয়ে উঠছে। চলতি বছর চমেকে সংঘর্ষ হয়েছে ১০ বার এবং চবিতে দেড় মাসে ৫ বার সংঘর্ষে জড়িয়েছেন এ দুই নেতার অনুসারীরা। দুই নেতা হলেন সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আকিবের অবস্থা উন্নতির দিকে
চট্টগ্রাম মেডিকেল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত দেড় বছরে ছাত্রলীগের সংঘাতে আহত হয়েছেন দুই পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী। সবশেষ গত শুক্রবার চমেকে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগের কর্মী মাহাদি আকিব চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
আকিবের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহানা। তিনি বলেন, ‘তাকে নিয়ে আমরা একটু ভয়েই ছিলাম। তবে আজ (সোমবার) থেকে তার অবস্থার উন্নতি হচ্ছে বলে মনে হচ্ছে।’
চট্টগ্রাম মেডিকেল
করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর কিছুদিন আগে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠ কার্যক্রম শুরু হয়। গত শুক্র ও শনিবার আধিপত্য বিস্তার নিয়ে কলেজ ছাত্রলীগের দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এতে তিনজন আহত হন। এ সময়ই আহত হন মাহাদি আকিব। এ ঘটনার পর চমেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছাত্রলীগ দীর্ঘ সময় চমেক নিয়ন্ত্রণ করে আসছে। নাছির চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতিও ছিলেন। গত বছরের ২০ আগস্ট শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ পদে আসেন। এরপর থেকে আধিপত্য বিস্তার ও হলের সিট দখল নিয়ে বিভিন্ন সময় নাছির ও নওফেল অনুসারী ছাত্রলীগ সংঘাতে জড়াচ্ছে।
দুই পক্ষই একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। গত ২৭ এপ্রিল দুই পক্ষের সংঘর্ষের সময় শিক্ষানবিশ চিকিৎসকদের ওপর হামলা হয়। এ ঘটনায় ২৮ এপ্রিল অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। এ ছাড়া গত বছরের ১২ জুলাই ও ১৩ আগস্ট দুই দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই পক্ষ।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আধিপত্য বিস্তারের পেছনে হাসপাতালকেন্দ্রিক ওষুধ, ঠিকাদারি, দোকানপাটসহ বিভিন্ন অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণও ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের আর একটি বড় কারণ হিসেবে কাজ করছে।
নাছির অনুসারী চমেক ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সিট দখল ও আধিপত্য বিস্তার এখানে কিছুই ছিল না। কারোর ফ্রন্ট লাইনে আসার ইচ্ছা, ক্যাম্পাসে বিভিন্ন গ্রুপিং সক্রিয় করা, ক্যাম্পাসে নিজেকে জাহির করার কারণেই এখন এ অবস্থা।’
রাজনীতি করলে প্রতিযোগিতা থাকবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের রাজনীতির সঙ্গে জড়িত চমেক ছাত্রলীগ নেতা ইমন শিকদার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের বিভিন্ন স্বার্থের বিষয় আমাদের দেখতে হয়। কলেজ কর্তৃপক্ষ সমানভাবে হলের সিট বণ্টনসহ ক্যাম্পাসে সবকিছু সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে রাখলে এই সংঘাত হতো না।’
তবে কলেজের অধ্যক্ষ সাহানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন বন্ধ থাকার পর কলেজ খুলেছে মাত্র দেড় মাস। সবকিছু প্রসেসিংয়ের মধ্যে ছিল। হঠাৎ করেই এই গন্ডগোল। আমরা চেষ্টা করছি দ্রুত কলেজ খুলে দেওয়ার।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত দেড় মাসে অন্তত পাঁচবার মারামারিতে লিপ্ত হয়েছে ছাত্রলীগের এই দুই পক্ষ। মূলত কলা অনুষদের সামনের সড়কে ১৭ লাখ টাকার সংস্কারকাজের টেন্ডার পাওয়া নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় বিবদমান দুটি পক্ষ। এর বাইরে আবাসিক হলের সিট দখল ও নেতৃত্বের দ্বন্দ্বও আছে।
এসব ঘটনায় গত ১৭ অক্টোবর চবি ছাত্রলীগের ১২ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত নেতা-কর্মীদের মধ্যে ছয়জন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী। বাকিরা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী। এর মধ্যে রুবেল নওফেলের অনুসারী ও ইকবাল টিপু নাছিরের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
এ বিষয়ে কথা বলতে সাবেক সিটি মেয়র নাছিরকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। শিক্ষা উপমন্ত্রীকেও ফোনে পাওয়া যায়নি। পরে খুদেবার্তা পাঠানোর পর তিনি জানান, করোনায় তিনি শয্যাশায়ী। এই মুহূর্তে কথা বলতে পারবেন না।
আওয়ামী লীগের দুই নেতার বিরোধ ও তাঁদের অনুসারী ছাত্রলীগের দুই পক্ষের ক্যাম্পাস নিয়ন্ত্রণ, সিট দখল, আধিপত্য বিস্তার নিয়েই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অশান্ত হয়ে উঠছে। চলতি বছর চমেকে সংঘর্ষ হয়েছে ১০ বার এবং চবিতে দেড় মাসে ৫ বার সংঘর্ষে জড়িয়েছেন এ দুই নেতার অনুসারীরা। দুই নেতা হলেন সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আকিবের অবস্থা উন্নতির দিকে
চট্টগ্রাম মেডিকেল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত দেড় বছরে ছাত্রলীগের সংঘাতে আহত হয়েছেন দুই পক্ষের অর্ধশতাধিক নেতা-কর্মী। সবশেষ গত শুক্রবার চমেকে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রলীগের কর্মী মাহাদি আকিব চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
আকিবের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহানা। তিনি বলেন, ‘তাকে নিয়ে আমরা একটু ভয়েই ছিলাম। তবে আজ (সোমবার) থেকে তার অবস্থার উন্নতি হচ্ছে বলে মনে হচ্ছে।’
চট্টগ্রাম মেডিকেল
করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর কিছুদিন আগে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠ কার্যক্রম শুরু হয়। গত শুক্র ও শনিবার আধিপত্য বিস্তার নিয়ে কলেজ ছাত্রলীগের দুই পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়ায়। এতে তিনজন আহত হন। এ সময়ই আহত হন মাহাদি আকিব। এ ঘটনার পর চমেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছাত্রলীগ দীর্ঘ সময় চমেক নিয়ন্ত্রণ করে আসছে। নাছির চমেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতিও ছিলেন। গত বছরের ২০ আগস্ট শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ পদে আসেন। এরপর থেকে আধিপত্য বিস্তার ও হলের সিট দখল নিয়ে বিভিন্ন সময় নাছির ও নওফেল অনুসারী ছাত্রলীগ সংঘাতে জড়াচ্ছে।
দুই পক্ষই একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। গত ২৭ এপ্রিল দুই পক্ষের সংঘর্ষের সময় শিক্ষানবিশ চিকিৎসকদের ওপর হামলা হয়। এ ঘটনায় ২৮ এপ্রিল অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন শিক্ষানবিশ চিকিৎসকেরা। এ ছাড়া গত বছরের ১২ জুলাই ও ১৩ আগস্ট দুই দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই পক্ষ।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আধিপত্য বিস্তারের পেছনে হাসপাতালকেন্দ্রিক ওষুধ, ঠিকাদারি, দোকানপাটসহ বিভিন্ন অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণও ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের আর একটি বড় কারণ হিসেবে কাজ করছে।
নাছির অনুসারী চমেক ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সিট দখল ও আধিপত্য বিস্তার এখানে কিছুই ছিল না। কারোর ফ্রন্ট লাইনে আসার ইচ্ছা, ক্যাম্পাসে বিভিন্ন গ্রুপিং সক্রিয় করা, ক্যাম্পাসে নিজেকে জাহির করার কারণেই এখন এ অবস্থা।’
রাজনীতি করলে প্রতিযোগিতা থাকবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের রাজনীতির সঙ্গে জড়িত চমেক ছাত্রলীগ নেতা ইমন শিকদার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের বিভিন্ন স্বার্থের বিষয় আমাদের দেখতে হয়। কলেজ কর্তৃপক্ষ সমানভাবে হলের সিট বণ্টনসহ ক্যাম্পাসে সবকিছু সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে রাখলে এই সংঘাত হতো না।’
তবে কলেজের অধ্যক্ষ সাহানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন বন্ধ থাকার পর কলেজ খুলেছে মাত্র দেড় মাস। সবকিছু প্রসেসিংয়ের মধ্যে ছিল। হঠাৎ করেই এই গন্ডগোল। আমরা চেষ্টা করছি দ্রুত কলেজ খুলে দেওয়ার।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত দেড় মাসে অন্তত পাঁচবার মারামারিতে লিপ্ত হয়েছে ছাত্রলীগের এই দুই পক্ষ। মূলত কলা অনুষদের সামনের সড়কে ১৭ লাখ টাকার সংস্কারকাজের টেন্ডার পাওয়া নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় বিবদমান দুটি পক্ষ। এর বাইরে আবাসিক হলের সিট দখল ও নেতৃত্বের দ্বন্দ্বও আছে।
এসব ঘটনায় গত ১৭ অক্টোবর চবি ছাত্রলীগের ১২ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত নেতা-কর্মীদের মধ্যে ছয়জন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী। বাকিরা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী। এর মধ্যে রুবেল নওফেলের অনুসারী ও ইকবাল টিপু নাছিরের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
এ বিষয়ে কথা বলতে সাবেক সিটি মেয়র নাছিরকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। শিক্ষা উপমন্ত্রীকেও ফোনে পাওয়া যায়নি। পরে খুদেবার্তা পাঠানোর পর তিনি জানান, করোনায় তিনি শয্যাশায়ী। এই মুহূর্তে কথা বলতে পারবেন না।
খাগড়াছড়ির সদর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে লাঠি ও ঝাড়ুমিছিল হয়েছে। আজ রোববার সকালে জেলার দীঘিনালা উপজেলায় হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ দীঘিনালা উপজেলা শাখা এই বিক্ষোভ করে।
২ মিনিট আগেট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
১২ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবার
১৬ মিনিট আগেনরসিংদীর শিবপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।
৩২ মিনিট আগে