সন্তানদের সময় দিতে স্বেচ্ছায় অবসরে গেলেন উপজেলা মৎস্য কর্মকর্তা
সরকারি চাকরি মানেই সোনার হরিণ। সে চাকরি যদি হয় বিসিএস ক্যাডার তাহলেতো সোনায় সোহাগা। জীবনের একটি ভালো অবস্থান, চাকচিক্য ও বিলাসী জীবনের প্রত্যাশা কার না আছে। কেউ কেউ এমন আছেন কোন মোহই যাকে গ্রাস করতে পারে না। সন্তানদের প্রতি মায়ের ভালোবাসার কাছে এবার হার মানল সরকারি চাকরি।