গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে ২য় শ্রেণির এক শিক্ষার্থীকে বিদ্যালয়ের পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে শিশুটি বিদ্যালয় থেকে ফেরার পথে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওই শিশু উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনার অভিযুক্ত উপজেলার শাহ আব্দুলের ছেলে মামুন (২৫)।
ঘটনার পর থেকে পলাতক থাকায় অভিযোগের ব্যাপারে মামুনের বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী শিক্ষার্থী ও তার অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত মামুন আম দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে বিদ্যালয় থেকে ৫০০ ফুট দূরের জঙ্গলে নিয়ে যায়। সেখানে বাঁশের পাতা জড়ো করে আগুন ধরিয়ে শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গ্রামের ছাবেদ আলী নামের এক ব্যক্তি ওই জঙ্গলে বাঁশ কাটতে গেলে মামুন পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ছাবেদ আলী বলেন, কাছে গিয়ে দেখতে পাই শিশুটি ভয়ে জড়সড় হয়ে মাটিতে উপুড় হয়ে পড়ে রয়েছে। ঘটনাটি জানতে পেরে শত শত মানুষ বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম বলেন, খবর পেয়ে তিনিসহ অন্যান্য শিক্ষকেরা ঘটনাস্থলে ছুটে যান ও শিশুটিকে উদ্ধার করেন।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ‘ঘটনাটি প্রধান শিক্ষকের কাছে জানতে পেরে বিদ্যালয়ে ছুটে যাই। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছি। এলাকাবাসী ও বিদ্যালয়ের অভিভাবকদের সঙ্গে পরামর্শ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা আশঙ্কা করছি শিশুটিকে ধর্ষণের পর মেরে ফেলার পরিকল্পনা করেছিল মামুন। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।’
ময়মনসিংহের গৌরীপুরে ২য় শ্রেণির এক শিক্ষার্থীকে বিদ্যালয়ের পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে শিশুটি বিদ্যালয় থেকে ফেরার পথে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওই শিশু উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনার অভিযুক্ত উপজেলার শাহ আব্দুলের ছেলে মামুন (২৫)।
ঘটনার পর থেকে পলাতক থাকায় অভিযোগের ব্যাপারে মামুনের বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী শিক্ষার্থী ও তার অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, অভিযুক্ত মামুন আম দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে বিদ্যালয় থেকে ৫০০ ফুট দূরের জঙ্গলে নিয়ে যায়। সেখানে বাঁশের পাতা জড়ো করে আগুন ধরিয়ে শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গ্রামের ছাবেদ আলী নামের এক ব্যক্তি ওই জঙ্গলে বাঁশ কাটতে গেলে মামুন পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ছাবেদ আলী বলেন, কাছে গিয়ে দেখতে পাই শিশুটি ভয়ে জড়সড় হয়ে মাটিতে উপুড় হয়ে পড়ে রয়েছে। ঘটনাটি জানতে পেরে শত শত মানুষ বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম বলেন, খবর পেয়ে তিনিসহ অন্যান্য শিক্ষকেরা ঘটনাস্থলে ছুটে যান ও শিশুটিকে উদ্ধার করেন।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ‘ঘটনাটি প্রধান শিক্ষকের কাছে জানতে পেরে বিদ্যালয়ে ছুটে যাই। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছি। এলাকাবাসী ও বিদ্যালয়ের অভিভাবকদের সঙ্গে পরামর্শ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা আশঙ্কা করছি শিশুটিকে ধর্ষণের পর মেরে ফেলার পরিকল্পনা করেছিল মামুন। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।’
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৩ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৩ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৫ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
২২ দিন আগে