কোথাও ফলন ভালো কোথাও খরচ ওঠেনি
গৌরীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধান কাটা শেষ। তবে স্বস্তিতে নেই কৃষক। কোথাও ফলন ভালো হয়েছে, আবার কোথাও চাষের খরচই ওঠেনি। বিভিন্ন এলাকার ধানচাষিদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এ কারণে কোথাও কোথাও কৃষকের মুখে হাসি ফুটলেও অনেক কৃষকই স্বস্তিতে নেই।