Ajker Patrika

গৌরীপুরে ‘ভূমি সেবা সপ্তাহ’ উপলক্ষে শোভাযাত্রা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
গৌরীপুরে ‘ভূমি সেবা সপ্তাহ’ উপলক্ষে শোভাযাত্রা

গৌরীপুরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) মোছা. নিকহাত আরার কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি শুরু হয়। 

ভূমি সেবা সপ্তাহের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ। 

এবারের ভূমি সেবা সপ্তাহের স্লোগান হচ্ছে ‘ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ’। 

শোভাযাত্রার আগে ছয়জন সেবা গ্রহীতাকে নামজারির কাগজ, অনলাইন সেবা ফরম ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে এ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিকহাত আরা জানান, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় ভূমি সেবা ডিজিটাল হচ্ছে। পর্চা ও নামজারি প্রক্রিয়া ডিজিটালের পর বর্তমানে ভূমি উন্নয়ন কর প্রক্রিয়া কার্যক্রম অনলাইন করণের কাজ শুরু হয়েছে। এখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। তাই সকল শ্রেণির ভূমি মালিকদের রেজিস্ট্রেশনের আওতায় আসার আহ্বান জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত