আরিফ আহম্মেদ, গৌরীপুর
‘পরিচ্ছন্ন মানসিকতা, পরিচ্ছন্ন বাংলাদেশ’ স্লোগানে মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা উপলক্ষে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে গৌরীপুর ক্লিন আপ। সাত দিনব্যাপী এ মেলায় আগত মানুষের ফেলে যাওয়া বর্জ্য পরিষ্কার করেছেন তাঁরা। শুধু তাই নয়, যথাস্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তুলতে প্রচারণাও চালাচ্ছে গৌরীপুর ক্লিন আপের সদস্যরা। হাতে লেখা পোস্টারে লেখা রয়েছে নিজের শহরকে পরিচ্ছন্ন রাখতে ও মানুষকে উদ্বুদ্ধ করতে নানা স্লোগান।
সাত দিনের এ মেলা গতকাল বুধবার শেষ হয়েছে। মেলা চলাকালে কিছু তরুণ-তরুণীকে দেখা যায়, একহাতে ঝাড়ু অন্য হাতে বেলচা। প্রথম দেখায় যে কেউ ভাববে, ওরা হয়তো অনুষ্ঠান করার জন্য জায়গা পরিষ্কার করছে। তবে ঘটনা তা নয়। তাঁরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একঝাঁক শিক্ষার্থী। লাবণ্য চেহারার এই তরুণদের চোখের দিকে তাকালে দেখা যায়, স্বপ্নময় নয়নে তারুণ্যের আলোক জ্যোতি টলমল করছে। ওরা সবাই গৌরীপুর ক্লিন আপের সদস্য।
কয়দিন আগেও তাঁদের অনেকেই হয়তো বাসার কোনো কাজে হাত দেননি, হাত নোংরা হওয়ার ভয়ে। তবে আজ তাঁরা শহরের রাস্তা ও অলিগলি পরিষ্কার করছেন পরম যত্নে। কোনো জড়তা বা দ্বিধাদ্বন্দ্ব নেই আচরণে ও কাজে। চেহারায় নেই কোনো বিরক্তির চাপ। একে অপরের প্রতি বাড়িয়ে দিচ্ছে সহযোগিতার হাত।
নিজের শহরকে পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে ওরা পথে নেমে এসেছে, কোমল হাতে তোলে নিয়েছে ঝাড়ু ও বেলচা। এখন সময় এসেছে সবার শপথ নেওয়ার, নিজের বাড়ি, শহর কিংবা গ্রাম, নোংরা না করার। সবাই মিলে চাইলে একটা পরিষ্কার-পরিচ্ছন্ন সুন্দর শহর উপহার দিতে পারি পরবর্তী প্রজন্মকে, এটাই ওদের প্রত্যাশা।
গৌরীপুরে ক্লিন আপ যাত্রা শুরু করছে প্রায় দুই বছর আগে। ইতিমধ্যে করোনা মোকাবিলায় মাস্ক বিতরণ, জনসচেতনতা সৃষ্টি, সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন তাঁরা।
এ ছাড়া বঙ্গবন্ধু চত্বর, উপজেলা পরিষদ চত্বর, প্রেসক্লাব আঙিনা, সরকারি কলেজ, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, থানার আঙিনা, সাবরেজিস্ট্রার দপ্তর, রেল স্টেশন, পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পৌর এলাকায় অবস্থিত স্কুল সমূহে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান চালিয়েছে ক্লিন আপ।
গৌরীপুর ক্লিন আপের কো-অর্ডিনেটর সাব্বির আহমেদ খান বলেন, ‘পরিচ্ছন্ন শহর গড়াই আমাদের লক্ষ্য।’ সহকারী কো-অর্ডিনেটর নার্গিস সুলতানা, মেন্টর শাহাদাত আলম, ওয়েলকাম টিম লিডার আল রাজিন, সদস্য ইমন আহমেদ, নাসরিন মনি সুপ্তি, রিয়াদ হাসান রানাসহ সব সদস্য তাঁর সঙ্গে নিরলসভাবে কাজ করছেন বলেও জানান তিনি।
‘পরিচ্ছন্ন মানসিকতা, পরিচ্ছন্ন বাংলাদেশ’ স্লোগানে মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা উপলক্ষে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে গৌরীপুর ক্লিন আপ। সাত দিনব্যাপী এ মেলায় আগত মানুষের ফেলে যাওয়া বর্জ্য পরিষ্কার করেছেন তাঁরা। শুধু তাই নয়, যথাস্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তুলতে প্রচারণাও চালাচ্ছে গৌরীপুর ক্লিন আপের সদস্যরা। হাতে লেখা পোস্টারে লেখা রয়েছে নিজের শহরকে পরিচ্ছন্ন রাখতে ও মানুষকে উদ্বুদ্ধ করতে নানা স্লোগান।
সাত দিনের এ মেলা গতকাল বুধবার শেষ হয়েছে। মেলা চলাকালে কিছু তরুণ-তরুণীকে দেখা যায়, একহাতে ঝাড়ু অন্য হাতে বেলচা। প্রথম দেখায় যে কেউ ভাববে, ওরা হয়তো অনুষ্ঠান করার জন্য জায়গা পরিষ্কার করছে। তবে ঘটনা তা নয়। তাঁরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একঝাঁক শিক্ষার্থী। লাবণ্য চেহারার এই তরুণদের চোখের দিকে তাকালে দেখা যায়, স্বপ্নময় নয়নে তারুণ্যের আলোক জ্যোতি টলমল করছে। ওরা সবাই গৌরীপুর ক্লিন আপের সদস্য।
কয়দিন আগেও তাঁদের অনেকেই হয়তো বাসার কোনো কাজে হাত দেননি, হাত নোংরা হওয়ার ভয়ে। তবে আজ তাঁরা শহরের রাস্তা ও অলিগলি পরিষ্কার করছেন পরম যত্নে। কোনো জড়তা বা দ্বিধাদ্বন্দ্ব নেই আচরণে ও কাজে। চেহারায় নেই কোনো বিরক্তির চাপ। একে অপরের প্রতি বাড়িয়ে দিচ্ছে সহযোগিতার হাত।
নিজের শহরকে পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে ওরা পথে নেমে এসেছে, কোমল হাতে তোলে নিয়েছে ঝাড়ু ও বেলচা। এখন সময় এসেছে সবার শপথ নেওয়ার, নিজের বাড়ি, শহর কিংবা গ্রাম, নোংরা না করার। সবাই মিলে চাইলে একটা পরিষ্কার-পরিচ্ছন্ন সুন্দর শহর উপহার দিতে পারি পরবর্তী প্রজন্মকে, এটাই ওদের প্রত্যাশা।
গৌরীপুরে ক্লিন আপ যাত্রা শুরু করছে প্রায় দুই বছর আগে। ইতিমধ্যে করোনা মোকাবিলায় মাস্ক বিতরণ, জনসচেতনতা সৃষ্টি, সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন তাঁরা।
এ ছাড়া বঙ্গবন্ধু চত্বর, উপজেলা পরিষদ চত্বর, প্রেসক্লাব আঙিনা, সরকারি কলেজ, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, থানার আঙিনা, সাবরেজিস্ট্রার দপ্তর, রেল স্টেশন, পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পৌর এলাকায় অবস্থিত স্কুল সমূহে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান চালিয়েছে ক্লিন আপ।
গৌরীপুর ক্লিন আপের কো-অর্ডিনেটর সাব্বির আহমেদ খান বলেন, ‘পরিচ্ছন্ন শহর গড়াই আমাদের লক্ষ্য।’ সহকারী কো-অর্ডিনেটর নার্গিস সুলতানা, মেন্টর শাহাদাত আলম, ওয়েলকাম টিম লিডার আল রাজিন, সদস্য ইমন আহমেদ, নাসরিন মনি সুপ্তি, রিয়াদ হাসান রানাসহ সব সদস্য তাঁর সঙ্গে নিরলসভাবে কাজ করছেন বলেও জানান তিনি।
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
১০ দিন আগে‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫