Ajker Patrika

ময়মনসিংহে যুবলীগকর্মী খুন

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১১: ১২
ময়মনসিংহে যুবলীগকর্মী খুন

ময়মনসিংহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। গতকাল বুধবার রাত ১২টার দিকে নগরীর চরপাড়া এলাকায় শরীফ আহম্মেদ (২১) নামে ওই যুবক খুন হন। তবে কী কারণে কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা জানাতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক গৌরীপুর উপজেলার টাঙ্গুয়া গ্রামের শহীদ মিয়ার ছেলে। শহীদ মিয়া চরপাড়া এলাকায় বেসরকারি চৌধুরী ক্লিনিকের মালিক।

পরিবারের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গতকাল বুধবার রাত ১২টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের বাসার সামনে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে শরীফকে আঘাত করে পালিয়ে যায়। ঘটনার পর স্বজনেরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত শরীফ মহানগর যুবলীগের কর্মী ছিলেন। 

ওসি শাহ কামাল আকন্দ আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। খুনি শনাক্তের কাজ চলছে। রাজনৈতিক কারণে নাকি অন্য কোনো কারণে তাঁকে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত