Ajker Patrika

সহজের জটিলতায় ট্রেনে যাত্রীদের ভোগান্তি  

গৌরীপুর প্রতিনিধি
আপডেট : ৩০ মার্চ ২০২২, ১২: ৩৮
সহজের জটিলতায় ট্রেনে যাত্রীদের ভোগান্তি  

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে গৌরীপুর থেকে ঢাকাগামী যাত্রীদের সঙ্গে টিকিট কাউন্টারে প্রতারণার অভিযোগ উঠেছে। তবে রেল কর্তৃপক্ষের দাবি, রেলওয়ের সার্ভারের নতুন দায়িত্বে আসা সহজ কোম্পানিই এসব সমস্যা সৃষ্টি করছে। 

ভুক্তভোগী শরীফ আহমেদ লাবীব নামে একজন বলেন, ‘গত রোববার আমিসহ ১০-১২ জন গৌরীপুর রেলওয়ে জংশনের টিকিট কাউন্টার থেকে ঢাকার আগাম টিকিট কাটি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর জংশনে পৌঁছালে নির্ধারিত ‘ঝ’ বগিতে উঠে দেখেন তাঁদের সিটে অন্য যাত্রীরা বসে আছেন। পরে টিকিট মিলিয়ে দেখলেন বসা যাত্রীদের কাছেও একই টিকিট পাওয়া যায়। 

ওই বগিতে গৌরীপুর থেকে ওঠা লিটু, সোহেল, রবিন, ফারুকসহ আরও ৩০ জন যাত্রী এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন বলে জানা গেছে। বিষয়টি ট্রেনের পরিচালককে জানালে সমাধানে অপারগতা প্রকাশ করেন তিনি। এটি কাউন্টারে থাকা লোকদের অবহেলা বলে মন্তব্য করেন ট্রেনের পরিচালক।’ 

গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার অখিল চন্দ্র দাস বলেন, ট্রেনের সার্ভারের নতুন দায়িত্বে আসা ‘সহজ কোম্পানি’ সব জটিলতা সৃষ্টি করছে। এ ধরনের ঘটনা এখন সারা দেশে প্রতিনিয়তই ঘটছে। 

স্টেশন মাস্টার আরও বলেন, ‘বিষয়টি নিয়ে কেবল আমি নই, বাংলাদেশ রেলওয়ে বিভাগ বিব্রত অবস্থায় রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত