দিনে হাজার টাকার খাবার খায় ‘লাল মানিক’, ঘুমায় ফ্যানের নিচে
লাল মানিককে প্রতিদিন খেতে দিতে হয় চিড়া, কলা, ভুসি, চালের কুড়া ও ঠান্ডা শরবত। এ জন্য দৈনিক খরচ হয় প্রায় হাজার টাকা। তার থাকার ঘরে রয়েছে সিলিং ফ্যান। লোডশেডিংয়ে রাখা হয়েছে সৌরবিদ্যুৎচালিত ফ্যানের ব্যবস্থা। রয়েছে মশারিও।