গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরের বাসিন্দা আব্দুল জব্বার বাবুলকে (৬০) হত্যা করার অভিযোগ উঠেছে জামাতা এ টি এম নাজমুস সাকলাইন অপুর বিরুদ্ধে। গতকাল সোমবার তাঁর বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
নিহতের নাম আব্দুল জব্বার গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বেড়া গ্রামের মৃত জসিম উদ্দিন তালুকদারের ছেলে। তিনি তাঁরাকান্দা উপজেলার বাট্টা মিলন উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ মে আব্দুল জব্বার ও তাঁর স্ত্রী হামিদা খাতুন নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকায় মেয়ে সুইটির বাড়িতে যান। এদিন রাত আনুমানিক ৩টায় মেয়ের জামাই অপু মসলা বাটার শীল দিয়ে ঘুমন্ত অবস্থায় তাঁর মাথায় আঘাত করেন। এ সময় পাশে শুয়ে থাকা স্ত্রী হামিদা খাতুন চিৎকার করে উঠলে তাঁকেও শীল দিয়ে মাথায় আঘাত করেন অপু। চিৎকার শুনে মেয়ে সুইটি মা-বাবার কক্ষে এসে দেখে তাঁরা দুজনেই রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পরে সুইটিকেও মাথায় আঘাত করেন তিনি।
এ সময় তাঁদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দুই দিন আইসিইউতে থাকার পর গতকাল সোমবার দুপুরে মারা যান আব্দুল জব্বার।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. আব্দুল খালেক বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন।
নিহতের মেয়ে সুইটি বলেন, ‘আমার স্বামী অপু বর্তমানে কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা হিসেবে বারহাট্টা শাখায় কর্মরত। বিয়ের পর থেকেই বাবার কাছ থেকে টাকা এনে দিতে চাপ দিতেন তিনি। টাকা এনে দিলে কিছুদিন ভালো থাকলেও পরে আবার টাকা চাইতেন। এভাবে বেশ কয়েকবার টাকা নিয়ে এসেছি বাবার কাছ থেকে।’
সুইটি বলেন, ‘এ ঘটনার কয়েক দিন আগে আবার টাকা এনে দিতে বলেন অপু। আমি রাজি না হওয়ায় কৌশলে মা-বাবাকে বাসায় ডেকে এনে টাকা চান। তাঁরা রাজি না হওয়ায় মসলা বাটার শীল দিয়ে রাতে ঘুমন্ত অবস্থায় হত্যা করেন।’
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক জানান, ঘটনার পরদিন নিহতের ছোট ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। এটি হত্যা চেষ্টা মামলায় রূপান্তর করা হয়েছে গতকাল। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ময়মনসিংহের গৌরীপুরের বাসিন্দা আব্দুল জব্বার বাবুলকে (৬০) হত্যা করার অভিযোগ উঠেছে জামাতা এ টি এম নাজমুস সাকলাইন অপুর বিরুদ্ধে। গতকাল সোমবার তাঁর বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
নিহতের নাম আব্দুল জব্বার গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বেড়া গ্রামের মৃত জসিম উদ্দিন তালুকদারের ছেলে। তিনি তাঁরাকান্দা উপজেলার বাট্টা মিলন উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ মে আব্দুল জব্বার ও তাঁর স্ত্রী হামিদা খাতুন নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকায় মেয়ে সুইটির বাড়িতে যান। এদিন রাত আনুমানিক ৩টায় মেয়ের জামাই অপু মসলা বাটার শীল দিয়ে ঘুমন্ত অবস্থায় তাঁর মাথায় আঘাত করেন। এ সময় পাশে শুয়ে থাকা স্ত্রী হামিদা খাতুন চিৎকার করে উঠলে তাঁকেও শীল দিয়ে মাথায় আঘাত করেন অপু। চিৎকার শুনে মেয়ে সুইটি মা-বাবার কক্ষে এসে দেখে তাঁরা দুজনেই রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পরে সুইটিকেও মাথায় আঘাত করেন তিনি।
এ সময় তাঁদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দুই দিন আইসিইউতে থাকার পর গতকাল সোমবার দুপুরে মারা যান আব্দুল জব্বার।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. আব্দুল খালেক বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন।
নিহতের মেয়ে সুইটি বলেন, ‘আমার স্বামী অপু বর্তমানে কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা হিসেবে বারহাট্টা শাখায় কর্মরত। বিয়ের পর থেকেই বাবার কাছ থেকে টাকা এনে দিতে চাপ দিতেন তিনি। টাকা এনে দিলে কিছুদিন ভালো থাকলেও পরে আবার টাকা চাইতেন। এভাবে বেশ কয়েকবার টাকা নিয়ে এসেছি বাবার কাছ থেকে।’
সুইটি বলেন, ‘এ ঘটনার কয়েক দিন আগে আবার টাকা এনে দিতে বলেন অপু। আমি রাজি না হওয়ায় কৌশলে মা-বাবাকে বাসায় ডেকে এনে টাকা চান। তাঁরা রাজি না হওয়ায় মসলা বাটার শীল দিয়ে রাতে ঘুমন্ত অবস্থায় হত্যা করেন।’
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক জানান, ঘটনার পরদিন নিহতের ছোট ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। এটি হত্যা চেষ্টা মামলায় রূপান্তর করা হয়েছে গতকাল। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৩ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫