গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরের বাসিন্দা আব্দুল জব্বার বাবুলকে (৬০) হত্যা করার অভিযোগ উঠেছে জামাতা এ টি এম নাজমুস সাকলাইন অপুর বিরুদ্ধে। গতকাল সোমবার তাঁর বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
নিহতের নাম আব্দুল জব্বার গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বেড়া গ্রামের মৃত জসিম উদ্দিন তালুকদারের ছেলে। তিনি তাঁরাকান্দা উপজেলার বাট্টা মিলন উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ মে আব্দুল জব্বার ও তাঁর স্ত্রী হামিদা খাতুন নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকায় মেয়ে সুইটির বাড়িতে যান। এদিন রাত আনুমানিক ৩টায় মেয়ের জামাই অপু মসলা বাটার শীল দিয়ে ঘুমন্ত অবস্থায় তাঁর মাথায় আঘাত করেন। এ সময় পাশে শুয়ে থাকা স্ত্রী হামিদা খাতুন চিৎকার করে উঠলে তাঁকেও শীল দিয়ে মাথায় আঘাত করেন অপু। চিৎকার শুনে মেয়ে সুইটি মা-বাবার কক্ষে এসে দেখে তাঁরা দুজনেই রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পরে সুইটিকেও মাথায় আঘাত করেন তিনি।
এ সময় তাঁদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দুই দিন আইসিইউতে থাকার পর গতকাল সোমবার দুপুরে মারা যান আব্দুল জব্বার।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. আব্দুল খালেক বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন।
নিহতের মেয়ে সুইটি বলেন, ‘আমার স্বামী অপু বর্তমানে কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা হিসেবে বারহাট্টা শাখায় কর্মরত। বিয়ের পর থেকেই বাবার কাছ থেকে টাকা এনে দিতে চাপ দিতেন তিনি। টাকা এনে দিলে কিছুদিন ভালো থাকলেও পরে আবার টাকা চাইতেন। এভাবে বেশ কয়েকবার টাকা নিয়ে এসেছি বাবার কাছ থেকে।’
সুইটি বলেন, ‘এ ঘটনার কয়েক দিন আগে আবার টাকা এনে দিতে বলেন অপু। আমি রাজি না হওয়ায় কৌশলে মা-বাবাকে বাসায় ডেকে এনে টাকা চান। তাঁরা রাজি না হওয়ায় মসলা বাটার শীল দিয়ে রাতে ঘুমন্ত অবস্থায় হত্যা করেন।’
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক জানান, ঘটনার পরদিন নিহতের ছোট ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। এটি হত্যা চেষ্টা মামলায় রূপান্তর করা হয়েছে গতকাল। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ময়মনসিংহের গৌরীপুরের বাসিন্দা আব্দুল জব্বার বাবুলকে (৬০) হত্যা করার অভিযোগ উঠেছে জামাতা এ টি এম নাজমুস সাকলাইন অপুর বিরুদ্ধে। গতকাল সোমবার তাঁর বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
নিহতের নাম আব্দুল জব্বার গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বেড়া গ্রামের মৃত জসিম উদ্দিন তালুকদারের ছেলে। তিনি তাঁরাকান্দা উপজেলার বাট্টা মিলন উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ মে আব্দুল জব্বার ও তাঁর স্ত্রী হামিদা খাতুন নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকায় মেয়ে সুইটির বাড়িতে যান। এদিন রাত আনুমানিক ৩টায় মেয়ের জামাই অপু মসলা বাটার শীল দিয়ে ঘুমন্ত অবস্থায় তাঁর মাথায় আঘাত করেন। এ সময় পাশে শুয়ে থাকা স্ত্রী হামিদা খাতুন চিৎকার করে উঠলে তাঁকেও শীল দিয়ে মাথায় আঘাত করেন অপু। চিৎকার শুনে মেয়ে সুইটি মা-বাবার কক্ষে এসে দেখে তাঁরা দুজনেই রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পরে সুইটিকেও মাথায় আঘাত করেন তিনি।
এ সময় তাঁদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যান। তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে দুই দিন আইসিইউতে থাকার পর গতকাল সোমবার দুপুরে মারা যান আব্দুল জব্বার।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. আব্দুল খালেক বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন।
নিহতের মেয়ে সুইটি বলেন, ‘আমার স্বামী অপু বর্তমানে কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা হিসেবে বারহাট্টা শাখায় কর্মরত। বিয়ের পর থেকেই বাবার কাছ থেকে টাকা এনে দিতে চাপ দিতেন তিনি। টাকা এনে দিলে কিছুদিন ভালো থাকলেও পরে আবার টাকা চাইতেন। এভাবে বেশ কয়েকবার টাকা নিয়ে এসেছি বাবার কাছ থেকে।’
সুইটি বলেন, ‘এ ঘটনার কয়েক দিন আগে আবার টাকা এনে দিতে বলেন অপু। আমি রাজি না হওয়ায় কৌশলে মা-বাবাকে বাসায় ডেকে এনে টাকা চান। তাঁরা রাজি না হওয়ায় মসলা বাটার শীল দিয়ে রাতে ঘুমন্ত অবস্থায় হত্যা করেন।’
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক জানান, ঘটনার পরদিন নিহতের ছোট ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। এটি হত্যা চেষ্টা মামলায় রূপান্তর করা হয়েছে গতকাল। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
৬ ঘণ্টা আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১১ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১৩ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৯ দিন আগে