Ajker Patrika

বাঁশঝাড়ে মাটি খুঁড়ে ২১ কেজি গাঁজা জব্দ, আটক ১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২৩, ২২: ২৯
বাঁশঝাড়ে মাটি খুঁড়ে ২১ কেজি গাঁজা জব্দ, আটক ১

বাঁশঝাড়ে মাটির নিচে সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে খাকি স্কচটেপ মোড়ানো ছিল ২১ কেজি গাঁজা। মাটিতে পুঁতে রাখা সাতটি প্যাকেটে রাখা এসব গাঁজা মঙ্গলবার দুপুরে উদ্ধার করেছে ময়মনসিংহের গৌরীপুর থানা-পুলিশ। 

এ সময় এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর উত্তরপাড়ার বাসিন্দা এরশাদ মিয়া (৩২)। পুলিশের দাবি তিনি একজন মাদক ব্যবসায়ী। 

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার (পিপিএম) নির্দেশে অভিযানটি পরিচালনা করা হয়েছে বলে জানান গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। 

থানা সূত্রে জানা যায়, ওসির নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিরস্ত্র) শাহজালাল, এএসআই (নিরস্ত্র) দেলোয়ার হোসেন, এএসআই (নিরস্ত্র) শাহীনুল বারী, এএসআই (নিরস্ত্র) শাহাদাত হোসেন, মোজাম্মেল হক, ছামিউল হক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। 

এ সময় ১০ নম্বর সিধলা ইউনিয়নের হাসনপুর উত্তরপাড়া গ্রামের মো. এরশাদ মিয়ার বসতবাড়ির পেছনে বাঁশঝাড়ের নিচে সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে খাকি স্কচটেপ দ্বারা মোড়ানো ৭টি প্যাকেট উদ্ধার করা হয়। এতে ২১ কেজি গাঁজা রয়েছে। 

ওসি আরও বলেন, এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত