Ajker Patrika

গৌরীপুরে একই পরিবারের আটজনের ইসলাম ধর্ম গ্রহণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
গৌরীপুরে একই পরিবারের আটজনের ইসলাম ধর্ম গ্রহণ

ময়মনসিংহের গৌরীপুরে একই পরিবারের আটজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এক বছরের বেশি সময় আগে তাঁরা ইসলাম গ্রহণ করলেও গত শবে বরাতের রাতে তা জানাজানি হয়। তাঁরা সবাই উপজেলার অচিন্ত্যপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজারের মানিক লাল রবিদাসের পরিবারের সদস্য।

এলাকার কয়েকজন বলেন, পবিত্র শবে বরাতের রাতে হিন্দু সম্প্রদায়ের কয়েকজন পুরুষ স্থানীয় মসজিদে গেলে পরিচিত মুসল্লিরা অবাক হন। পরে জিজ্ঞেস করে জানতে পারেন গত বছরের ১৭ নভেম্বর ময়মনসিংহ জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অ্যাফিডেভিটের মাধ্যমে তাঁরা স্বামী-স্ত্রী, ছেলে-মেয়েসহ সাতজন ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এর আগে তাঁদের সৌদিপ্রবাসী ছেলে সুমন চন্দ্র দাস ২০১৬ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিষয়টি এত দিন গোপন ছিল।

স্থানীয় আবুল হাসিম বলেন, ‘মানিক লাল রবিদাস সাইকেল মেকানিক হিসেবে সবার কাছে পরিচিত। শবে বরাতের রাতে মাথায় টুপি পরে ছেলেদের নিয়ে তিনি যখন মসজিদে গেলেন। তাঁদের দেখে আমরা সবাই অবাক হয়ে যাই। পরে জানতে পারি, তাঁরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।’

জানা গেছে, মুসলমান হওয়ার পর তাঁরা নতুন নাম রেখেছেন। মানিক লাল রবিদাসের নাম মো. মানিক মিয়া, তাঁর স্ত্রী নিয়তি রানীর নাম মোছা. ফাতেমা আক্তার, ছেলে সুমন চন্দ্র দাসের নাম সুমন মিয়া, সুজন রবিদাসের নাম সিয়াম আহম্মেদ সুজন, হৃদয় চন্দ্র দাসের নাম মো. হৃদয় হাসান, মনির চন্দ্র দাসের নাম মাহিম আহমেদ মনির, দুর্জয় চন্দ্র দাসের নাম আইমান আহমেদ ও সীমা রানীর নাম জান্নাতুল মাওয়া।

মানিক মিয়া বলেন, তিনি ও তাঁর পরিবারের লোকজন আগে থেকেই ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট ছিলেন। স্থানীয় মুসলমানদের সঙ্গে চলাফেরা ও ওঠাবসার সুবাদে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে যোগদানও করেছেন। এতে তাঁরা বুঝতে পারেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মানুষের দুনিয়া ও আখিরাতের একমাত্র মুক্তির পথ। তাই আদালতে অ্যাফিডেভিট করে ও মসজিদের ইমামের কাছে কালিমা পড়ে তাঁরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিছু আইনি প্রক্রিয়া ও সামাজিক প্রয়োজনে বিষয়টি এত দিন গোপন রেখেছিলেন। গত মঙ্গলবার রাতে স্থানীয় মসজিদে পবিত্র শবে বরাতের নামাজ আদায়ের পর ঘটনাটি জানাজানি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত