Ajker Patrika

গৌরীপুরে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২৩, ১৪: ৪৬
গৌরীপুরে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা কমিটির জরুরি সিদ্ধান্ত মোতাবেক গৌরীপুর উপজেলা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী সাত কার্যদিবসের মধ্যে এসব শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর আজকের পত্রিকাকে বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হচ্ছে।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন আজকের পত্রিকাকে বলেন, এসব কমিটির কিছু অভ্যন্তরীণ সমস্যা ছিল। পৌরসভা ও কলেজ শাখা মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংগঠনের কাজ গতিশীল করার জন্যই এসব কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত