Ajker Patrika

খালেদা জিয়া ক্ষমতায় আসলে বিষ খেয়ে আত্মহত্যা করব: এমপি নাজিম উদ্দিন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
খালেদা জিয়া ক্ষমতায় আসলে বিষ খেয়ে আত্মহত্যা করব: এমপি নাজিম উদ্দিন

‘স্বাধীনতা বিরোধী রাজাকার-আল বদর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। তারা দুই লাখ নারীর ইজ্জত লুটে নিয়েছে, এরা যদি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বেঁচে থেকে লাভ কি! বিষ খেয়ে আত্মহত্যা করব। যদি ইলেকশনের পরদিন শুনি নৌকা হেরে গিয়েছে, ক্ষমতায় গিয়েছে খালেদা জিয়া, তাহলে আমি আর বেঁচে থাকতে চাই না, এ জীবনের আর কোনো মূল্য নাই, আমি আপনাদের সামনে বিষ খেয়ে আত্মহত্যা করব।’ 

গতকাল শনিবার বিকেলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভূটিয়ারকোনা গ্রামে মাস্টার বাড়িতে অনুষ্ঠিত এক উঠান বৈঠক এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। 

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, স্মার্ট বাংলাদেশ গড়া ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট প্রার্থনায় বক্তৃতাকালে তিনি এ ঘোষণা দেন। নিজেকে নিঃস্ব, রিক্ত, সহায়-সম্বলহীন দাবি করে তিনি বলেন, ‘আমার ব্যাংকে কোনো টাকা নাই। দুইবার এমপি হয়েছি আরেকবার হতে চাই।’ 

তিনি আরও বলেন, ‘স্বাধীনতা বিরোধীরা দেশ ও জাতির শত্রু। তাই রাজাকার-আলবদরের দল বয়কট করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের দলকে নির্বাচিত করুন।’ এ সময় নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে আহ্বান জানান তিনি। 

আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান সম্রাটের সঞ্চালনায় এতে বক্তব্য দেন—উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজীব, জেলা পরিষদ সদস্য গোলাম সামদানী খান সুমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, ইউপি চেয়ারম্যান আল ফারুক, শেখ মুক্তাদির শাহীনসহ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত