Ajker Patrika

দর্শকদের অনুরোধে ফের হলে সালমান-শাবনূরের ‘প্রেম পিয়াসী’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ মে ২০২৩, ১২: ৪৯
দর্শকদের অনুরোধে ফের হলে সালমান-শাবনূরের ‘প্রেম পিয়াসী’

দর্শকদের অনুরোধে ফের মুক্তি পেতে যাচ্ছে সালমান শাহ ও শাবনূর অভিনীত সিনেমা ‘প্রেম পিয়াসী’। আজ ৫ মে শুক্রবার থেকে ময়মনসিংহের গৌরীপুরের প্রিয়া সিনেমা হলে প্রদর্শিত হবে সিনেমাটি। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন রেজা হাসমত।

‘ব্যাংক-গোডাউনের জন্য ভাড়া হবে’ বিজ্ঞাপনে গত বছর সংবাদের শিরোনাম হয়েছিল হলটি। কিন্তু মালিকপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন করে এই ঈদে শাকিব খানের ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার মাধ্যমে হলটি পুনরায় চালু করে।

সিনেমা হলটি পুনরায় চালুর বিষয়ে মালিক আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘আসলে আমরা চেয়েছিলাম হলটি বন্ধ করে দিতে। দেশের বর্তমান সিনেমা ব্যবসার অবস্থায় বিদ্যুৎ বিলের টাকাই ওঠে না, স্টাফ বেতনসহ অন্যান্য খরচ আর কত দিন পকেট থেকে দেব! কিন্তু সিনেমা হলটি যেহেতু আমার বাবার আবেগের জায়গা, তাই আমরা পুনরায় হলটি চালুর সিদ্ধান্ত নিই। এই ঈদে শাকিব খানের সিনেমাটি দিয়ে ভালোই ব্যবসা হয়েছে আমাদের।’

সিনেমাটি ১৯৯৭ সালের ১৮ এপ্রিল সারা দেশে মুক্তি পেয়েছিলঈদের সময় পুরোনো সিনেমা চালানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে দর্শকদের অনুরোধেই সালমান শাহর সিনেমা চালানোর সিদ্ধান্ত নিয়েছি।’

রেজা হাসমত পরিচালিত সিনেমাটি ১৯৯৭ সালের ১৮ এপ্রিল সারা দেশে মুক্তি পেয়েছিল। সানি আলমের কাহিনিতে ছবিটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন রেজা হাসমত। এতে সালমান শাহ, শাবনূর ছাড়াও অভিনয় করেছেন–আনোয়ারা, রাজীব, মিশা সওদাগর প্রমুখ।

(এই প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন ময়মনসিংহের গৌরীপুর প্রতিনিধি আরিফ আহমেদ)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত