রাজধানীতে এক শিল্পগ্রুপের গানম্যানের গুলি লাগল আরেক শিল্পগ্রুপের গাড়িতে
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় স্কুলের সামনে গুলির ঘটনাটি ঘটেছে এক শিল্পগ্রুপের গাড়ি থেকে। গুলি গিয়ে লেগেছে অপর শিল্পগ্রুপের গাড়িতে। গ্রুপ দুটির মালিকের সন্তানেরা ওই স্কুলে লেখাপড়া করে বলে জানা গেছে। তবে পুলিশ বলছে, ঘটনাটি অসাবধানতাবশত ঘটেছে...