বান্দরবান ও নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
মিয়ানমারের অভ্যন্তরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার এক বাংলাদেশি যুবককে গুলিতে হত্যার খবর পাওয়া গেছে। আজ রোববার সকাল ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ৪৮ নম্বর পিলারের সীমান্ত পিলারের ওপারে মিয়ানমারের ছেলির ঢালা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি। তবে গুলিতে নিহতের তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্য।
নিহত আবুল কালাম (২৮) উপজেলার সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ড বামহাতির ছড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবুল কালাম মিয়ানমার থেকে অবৈধ পথে বাংলাদেশে গরু এনে ব্যবসা করতেন। অন্যদিনের মতো আজ গরু আনতে সীমান্তের ৪৮ নম্বর পিলারের প্রায় দুই কিলোমিটার ভেতর মিয়ানমারের ছেলির ঢালা নামক এলাকায় যায় তিনি। সেখানে দেশটির বিদ্রোহী আরাকান আর্মি (এএ) এক সদস্যের সঙ্গে কথা–কাটাকাটির একপর্যায়ে আবুল কালামের মাথায় গুলি করে আরকান আর্মির সদস্য। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
৪৮ নম্বর সীমান্ত পিলার এলাকায় সংঘটিত ঘটনার বিষয়ে জানতে সীমান্তের এ পয়েন্টে দায়িত্বরত ১১ বিজিবি অধিনায়ক সাহল আহমদ নোবেলকে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।
বিষয়টি নিশ্চিত করে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার শামশুল আলম মো. নুরুল বলেন, ‘নিহত আবুল কালাম আমার এলাকার বলে জানা গেছে। লাশ ফেরত আনার চেষ্টা চলছে।’
এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, ‘আজ রোববার সকালে ৯ নম্বর ওয়ার্ডের বাম হাতির ছড়া এলাকার এক ব্যাক্তিকে মিয়ানমারের অভ্যন্তরে গুলি করে হত্যা করা হয়েছে বলে শুনেছি।’
নাইক্ষ্যংছড়ি থানার এএসআই মরিয়ম আক্তার জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। খোঁজ নিয়ে বিস্তারিত পরে জানা যাবে।
মিয়ানমারের অভ্যন্তরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার এক বাংলাদেশি যুবককে গুলিতে হত্যার খবর পাওয়া গেছে। আজ রোববার সকাল ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ৪৮ নম্বর পিলারের সীমান্ত পিলারের ওপারে মিয়ানমারের ছেলির ঢালা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি। তবে গুলিতে নিহতের তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্য।
নিহত আবুল কালাম (২৮) উপজেলার সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ড বামহাতির ছড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবুল কালাম মিয়ানমার থেকে অবৈধ পথে বাংলাদেশে গরু এনে ব্যবসা করতেন। অন্যদিনের মতো আজ গরু আনতে সীমান্তের ৪৮ নম্বর পিলারের প্রায় দুই কিলোমিটার ভেতর মিয়ানমারের ছেলির ঢালা নামক এলাকায় যায় তিনি। সেখানে দেশটির বিদ্রোহী আরাকান আর্মি (এএ) এক সদস্যের সঙ্গে কথা–কাটাকাটির একপর্যায়ে আবুল কালামের মাথায় গুলি করে আরকান আর্মির সদস্য। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
৪৮ নম্বর সীমান্ত পিলার এলাকায় সংঘটিত ঘটনার বিষয়ে জানতে সীমান্তের এ পয়েন্টে দায়িত্বরত ১১ বিজিবি অধিনায়ক সাহল আহমদ নোবেলকে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।
বিষয়টি নিশ্চিত করে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার শামশুল আলম মো. নুরুল বলেন, ‘নিহত আবুল কালাম আমার এলাকার বলে জানা গেছে। লাশ ফেরত আনার চেষ্টা চলছে।’
এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, ‘আজ রোববার সকালে ৯ নম্বর ওয়ার্ডের বাম হাতির ছড়া এলাকার এক ব্যাক্তিকে মিয়ানমারের অভ্যন্তরে গুলি করে হত্যা করা হয়েছে বলে শুনেছি।’
নাইক্ষ্যংছড়ি থানার এএসআই মরিয়ম আক্তার জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। খোঁজ নিয়ে বিস্তারিত পরে জানা যাবে।
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
২২ মিনিট আগেমাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদনদী থাকলেও বর্তমানে দৃশ্যমান ১০টি। এর মধ্যে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি ও কুমার নদ উল্লেখযোগ্য। এসব নদনদী ঘিরে জেলার ৫ উপজেলায় ৩৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো, আর বাকি ৫টিও
৩৪ মিনিট আগেস্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার কিছু পর রুবেল তার প্রতিষ্ঠান ‘এফ রহমান ট্রেডিং’-এর ভেতরে কাজ করছিলেন। এসময় একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। চিৎকার শুনে পাশের দোকানদার ও সিএনজি চালকরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
৩৭ মিনিট আগেঘটনার পাঁচ দিন পর গত বুধবার (৬ আগস্ট) বিকেলে ইনানী সৈকত থেকে সজিবের মরদেহ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ। পরদিন বৃহস্পতিবার কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে হত্যা মামলার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
৪১ মিনিট আগে