জনপ্রিয় কানাডীয় র্যাপার ড্রেকের বাড়িতে হামলা, একজন গুলিবিদ্ধ
জনপ্রিয় কানাডীয় র্যাপার ড্রেকের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় বুকে গুলি লেগে গুরুতর জখম হয়েছেন বাড়ির একজন নিরাপত্তারক্ষী। তাঁর অবস্থা বেশ সংকটজনক। হাসপাতালে চলছে তাঁর চিকিৎসা। বিবিসি জানিয়েছে, হামলার পর ড্রেকের বাড়িতে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে কানাডীয় পুলিশ।