জনপ্রিয় কানাডীয় র্যাপার ড্রেকের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় বুকে গুলি লেগে গুরুতর জখম হয়েছেন বাড়ির একজন নিরাপত্তারক্ষী। তাঁর অবস্থা বেশ সংকটজনক। হাসপাতালে চলছে চিকিৎসা। বিবিসি জানিয়েছে, হামলার পর ড্রেকের বাড়িতে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে কানাডীয় পুলিশ।
বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার কানাডীয় সময় বেলা ২টায়। গাড়িতে করে এসে গুলি চালায় দুর্বৃত্তরা। এরপর নিমেষে পালিয়ে যায় তারা।
এদিকে ঘটনা জানাজানি হতেই ড্রেককে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অনুরাগীরা। তবে হামলার সময় এ র্যাপার বাড়ি ছিলেন কি না, সে সম্পর্কে জানা যায়নি।
টরন্টোর মেয়র অলিভিয়া চৌ সংবাদমাধ্যমকে বলেন, ‘এই শহরে কোনো গুলি চালানোকে স্বাগত জানানো হয় না এবং আমি আশা করি পুলিশ আইন লঙ্ঘনকারী লোকদের দ্রুত খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেবে।’
সম্প্রতি র্যাপার কেন্ড্রিক লামারের সঙ্গে ড্রেকের ঝামেলা নিয়ে বিস্তর হইচই হয়। লামার নিজের একটি গানে ড্রেকের তুমুল সমালোচনা করেন। তাঁকে মাদকাসক্ত, জুয়াখোর বলেন। এ-ও দাবি করেন, ড্রেক এক মেয়ের বাবা আর সেটা গোপন রেখেছেন। এতেই দুজনের মধ্যে বিবাদের শুরু। তবে এ ঘটনার সঙ্গে ড্রেকের বাড়িতে হামলার কোনো যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখবে পুলিশ।
কানাডার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব রয়েছে ড্রেকের। তাঁর বাবা ছিলেন ড্রামার, আর মা শিক্ষকতা করতেন। ড্রেকের যখন পাঁচ বছর বয়স, তখন তাঁর বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
সংগীতের প্রতি অনুরাগ ড্রেকের ছোটবেলা থেকেই ছিল। অল্প বয়স থেকে তিনি ক্লাবে গান গাইতেন। তারপর শুরু করেন র্যাপ। এর পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
জনপ্রিয় কানাডীয় র্যাপার ড্রেকের বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় বুকে গুলি লেগে গুরুতর জখম হয়েছেন বাড়ির একজন নিরাপত্তারক্ষী। তাঁর অবস্থা বেশ সংকটজনক। হাসপাতালে চলছে চিকিৎসা। বিবিসি জানিয়েছে, হামলার পর ড্রেকের বাড়িতে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে কানাডীয় পুলিশ।
বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার কানাডীয় সময় বেলা ২টায়। গাড়িতে করে এসে গুলি চালায় দুর্বৃত্তরা। এরপর নিমেষে পালিয়ে যায় তারা।
এদিকে ঘটনা জানাজানি হতেই ড্রেককে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন অনুরাগীরা। তবে হামলার সময় এ র্যাপার বাড়ি ছিলেন কি না, সে সম্পর্কে জানা যায়নি।
টরন্টোর মেয়র অলিভিয়া চৌ সংবাদমাধ্যমকে বলেন, ‘এই শহরে কোনো গুলি চালানোকে স্বাগত জানানো হয় না এবং আমি আশা করি পুলিশ আইন লঙ্ঘনকারী লোকদের দ্রুত খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেবে।’
সম্প্রতি র্যাপার কেন্ড্রিক লামারের সঙ্গে ড্রেকের ঝামেলা নিয়ে বিস্তর হইচই হয়। লামার নিজের একটি গানে ড্রেকের তুমুল সমালোচনা করেন। তাঁকে মাদকাসক্ত, জুয়াখোর বলেন। এ-ও দাবি করেন, ড্রেক এক মেয়ের বাবা আর সেটা গোপন রেখেছেন। এতেই দুজনের মধ্যে বিবাদের শুরু। তবে এ ঘটনার সঙ্গে ড্রেকের বাড়িতে হামলার কোনো যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখবে পুলিশ।
কানাডার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব রয়েছে ড্রেকের। তাঁর বাবা ছিলেন ড্রামার, আর মা শিক্ষকতা করতেন। ড্রেকের যখন পাঁচ বছর বয়স, তখন তাঁর বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
সংগীতের প্রতি অনুরাগ ড্রেকের ছোটবেলা থেকেই ছিল। অল্প বয়স থেকে তিনি ক্লাবে গান গাইতেন। তারপর শুরু করেন র্যাপ। এর পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
উত্তরা সেক্টর-৪ এলাকায় নাটক ও চলচ্চিত্রের শুটিং কার্যক্রমে জারি করা নিষেধাজ্ঞা শিগগির শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হতে পারে। উত্তরা কল্যাণ সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
৯ ঘণ্টা আগেএকজন গর্ভবতী নারীর দীর্ঘপথ পাড়ি দিয়ে বেঁচে থাকার সংগ্রাম, সাতটি দেশের অভিবাসন-পথ পেরিয়ে বেঁচে থাকার গল্প- এটি কোনো কাল্পনিক থ্রিলার নয়, বরং বাস্তবতার ওপর নির্মিত এক সিনেম্যাটিক দলিল। বাংলাদেশি নির্মাতা আজিজুল হাসান সূর্য পরিচালিত আসন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র ‘ফিল্ডস অব ফ্রিডম’ এমন এক গল্প নিয়ে এগিয়ে
৯ ঘণ্টা আগেঅভিনয়শিল্পীদের নাম দেখে অনেকে হয়তো পরিবার নিয়ে সিরিজটি দেখার কথা ভাববেন। তবে তেমনটা না ভাবাই উত্তম। কারণ, পরিবার নিয়ে দেখতে বসলে আপনাকে পড়তে হবে বিব্রতকর পরিস্থিতিতে। আইস্ক্রিনে মুক্তি পাওয়া ‘পাপ কাহিনী’ ওয়েব সিরিজটি যেন আবার ফিরিয়ে নিয়ে গেল অশ্লীলতার অন্ধকার সময়ে।
১১ ঘণ্টা আগেএ নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভঙ্কর। সে এই ভোগবাদী সমাজের স্বপ্ন ও বাস্তবতার বিস্তর ফারাক নিয়ে বড় হয়ে ওঠা এক নতজানু নাগরিক। তবে সময়ের প্রয়োজন ঠিকই সে নামে রাজপথে।
১১ ঘণ্টা আগে