Ajker Patrika

রামুতে সন্ত্রাসীদের গুলি ও দায়ের কোপে বাবা-ছেলে নিহত

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৬: ০২
রামুতে সন্ত্রাসীদের গুলি ও দায়ের কোপে বাবা-ছেলে নিহত

কক্সবাজারের রামুতে বার্মিজ চোরাই গরু নিয়ে দ্বন্দ্বের জেরে বাবা-ছেলেকে হত্যা করা হয়েছে। গতকাল রোববার মধ্যরাতে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াইংগাকাটা এলাকার ঘোনারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

হত্যার শিকার দুজন হলেন গর্জনিয়া ইউনিয়নের থোয়াইগ্যাকাটা এলাকার জাফর আলম (৫৫) ও তাঁর ছেলে মো. সেলিম (৩৩)।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল রোববার রাত ১টার দিকে বার্মিজ অবৈধ গরু পাচারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। ওরা ছিল ৪০-৪৫ জন। সবার হাতে ছিল আগ্নেয়াস্ত্র, দা বা ছুরি। তারা প্রথমে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে সেলিমকে দা দিয়ে কোপাতে থাকে। ছেলের চিৎকার শুনে তাঁর বাবা এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে। খবর পেয়ে গর্জনিয়া ফাঁড়ির পুলিশ গিয়ে গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে স্থানীয় গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল বলেন, একদিকে সীমান্তে চোরাচালান বেড়ে গেছে, অপরদিকে পুলিশ রাতে টহল দিচ্ছে না। এ কারণে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় বারবার খুন-খারাবি হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল রাতে দায়িত্বরত চিকিৎসক সাইফুল ইসলাম চৌধুরী বলেন, রাত ২টার দিকে রক্তাক্ত দুজনকে হাসপাতালে আনা হলেও 
তাঁরা ছিলেন মৃত। তাঁদের একজনের শরীরের বিভিন্ন অংশে দায়ের কোপ ছিল আর অপরজনের গায়ে ছিল গুলির চিহ্ন। দুজনই অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হামলায় জড়িতদের আটক করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, সম্প্রতি রামুতে আরও দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একাধিক হামলার ঘটনায় শতাধিক নিরীহ লোক আহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত