কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীতে লবণ মাঠ ও চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে গুলিবিদ্ধ মোহাম্মদ ওসমানের (৩৮) মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ওসমান উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটা এলাকার আবুল হাসেমের ছেলে।
এর আগে গত শনিবার বিকেলে বিরোধপূর্ণ চিংড়ি ঘের ও লবণ মাঠের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র ব্যক্তিরা মোহাম্মদ ওসমানকে তুলে নিয়ে গুলি করে। আহত ওসমানকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আজ সোমবার সকালে যুবকের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়।
স্থানীয় ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এলাকায় চিংড়ি ঘের দখল-বেদখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বড় মহেশখালীর আমান ও গফুর গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও উত্তেজনা দেখা দেয়। এর জেরে গত শনিবার ওসমানের ওপর হামলা চালায় প্রতিপক্ষ আমান গ্রুপের লোকজন। এ সময় শাহাব উদ্দিনসহ কয়েকজন আহত হন।
নিহতের ভাই খাইরুল আমিন বলেন, স্থানীয় সন্ত্রাসী আমানের নেতৃত্বে এহাছান করিম, রহমত করিম, মকসুদ মিয়া, আবু বক্করসহ কয়েকজন তাঁর ভাইকে তুলে নিয়ে গুলি করে। তাঁকে মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক দিন পর তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, বড় মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কক্সবাজারের মহেশখালীতে লবণ মাঠ ও চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে গুলিবিদ্ধ মোহাম্মদ ওসমানের (৩৮) মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ওসমান উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটা এলাকার আবুল হাসেমের ছেলে।
এর আগে গত শনিবার বিকেলে বিরোধপূর্ণ চিংড়ি ঘের ও লবণ মাঠের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র ব্যক্তিরা মোহাম্মদ ওসমানকে তুলে নিয়ে গুলি করে। আহত ওসমানকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আজ সোমবার সকালে যুবকের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়।
স্থানীয় ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এলাকায় চিংড়ি ঘের দখল-বেদখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বড় মহেশখালীর আমান ও গফুর গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও উত্তেজনা দেখা দেয়। এর জেরে গত শনিবার ওসমানের ওপর হামলা চালায় প্রতিপক্ষ আমান গ্রুপের লোকজন। এ সময় শাহাব উদ্দিনসহ কয়েকজন আহত হন।
নিহতের ভাই খাইরুল আমিন বলেন, স্থানীয় সন্ত্রাসী আমানের নেতৃত্বে এহাছান করিম, রহমত করিম, মকসুদ মিয়া, আবু বক্করসহ কয়েকজন তাঁর ভাইকে তুলে নিয়ে গুলি করে। তাঁকে মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক দিন পর তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, বড় মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৯ মিনিট আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
১৪ মিনিট আগেবাবার কপালে চুমু দিয়ে স্কুলে গিয়েছিল সারিয়া আক্তার। আর মাকে সালাম করে বিদায় নিয়েছিল জুনায়েত হাসান। হাসিমুখে স্কুলে যাওয়া এই দুই শিশু দিনশেষে ঘরে ফেরে লাশ হয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘সেকশন ক্লাউডের’ শিক্ষার্থী ছিল তারা। বাংলা মাধ্যমের তৃতীয় শ্রেণিতে পড়ত এই দুই ভ
১৭ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের পথশিশুরা ‘ড্যান্ডির’ (ড্যানড্রাইট অ্যাডহেসিভ তথা ড্যানড্রাইট নামের আঠা; যা মাদকসেবীদের কাছে ড্যান্ডি নামে পরিচিত) নেশায় আসক্ত হয়ে পড়ছে। নেশার টাকার জোগান দিতে অনেকে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলেও জানা যায়।
৩৪ মিনিট আগে