Ajker Patrika

মহেশখালীতে প্রতিপক্ষের গুলিতে আহত যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
মহেশখালীতে প্রতিপক্ষের গুলিতে আহত যুবকের মৃত্যু

কক্সবাজারের মহেশখালীতে লবণ মাঠ ও চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে গুলিবিদ্ধ মোহাম্মদ ওসমানের (৩৮) মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ওসমান উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাকাটা এলাকার আবুল হাসেমের ছেলে।

এর আগে গত শনিবার বিকেলে বিরোধপূর্ণ চিংড়ি ঘের ও লবণ মাঠের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র ব্যক্তিরা মোহাম্মদ ওসমানকে তুলে নিয়ে গুলি করে। আহত ওসমানকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আজ সোমবার সকালে যুবকের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়। 
স্থানীয় ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে এলাকায় চিংড়ি ঘের দখল-বেদখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বড় মহেশখালীর আমান ও গফুর গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও উত্তেজনা দেখা দেয়। এর জেরে গত শনিবার ওসমানের ওপর হামলা চালায় প্রতিপক্ষ আমান গ্রুপের লোকজন। এ সময় শাহাব উদ্দিনসহ কয়েকজন আহত হন।

নিহতের ভাই খাইরুল আমিন বলেন, স্থানীয় সন্ত্রাসী আমানের নেতৃত্বে এহাছান করিম, রহমত করিম, মকসুদ মিয়া, আবু বক্করসহ কয়েকজন তাঁর ভাইকে তুলে নিয়ে গুলি করে। তাঁকে মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক দিন পর তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, বড় মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত